আজকের শিরোনাম :

বন্ধ হয়ে যাচ্ছে গুগলপ্লাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল তার ‘গুগলপ্লাস’ সেবা বন্ধ করে দিচ্ছে।  আগামী বছরের এপ্রিল মাসের মধ্যে গুগলপ্লাস বন্ধ হয়ে যাবে।  গতকাল সোমবার এক ব্লগপোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে গুগল কর্তৃপক্ষ।  খবর ডেইলি মেইলের।

গুগলপ্লাস তার ব্যবহারকারীদের তথ্যে সুরক্ষা নিশ্চিত করতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, গুগলের কোনো সেবায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সুযোগ নেই। কিন্তু অ্যাপ ডেভেলপারদের ত্রুটির কারণে গুগলপ্লাস ব্যবহারকারীদের তথ্যের সুরক্ষায় অনিশ্চয়তা ধরা পড়েছে।

তবে এখনো পর্যন্ত কোনো ব্যবহারকারীর তথ্যের অপব্যবহার হয়েছে বলে কোনো প্রমাণ পায়নি গুগল। কিন্তু প্রায় ৫ কোটি ২৫ লাখ ব্যবহারকারীর তথ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।

গুগল জানিয়েছেন, গত নভেম্বর মাসে সফটওয়্যার আপডেট করার সময় গুগল তাদের সফটওয়্যারে ‘বাগ’ (ত্রুটি) দেখতে পায়।  ওই বাগ গুগলপ্লাসের এপিআইকে ক্ষতিগ্রস্ত করছে।  গুগলের কাছে যে বাগ ধরা পড়েছে তা তাদের সৃষ্ট নয়।  তৃতীয় পক্ষ ব্যবহারকারীদের তথ্য লোপাটের জন্য গুগলপ্লাসে হস্তক্ষেপ করছে বলে ধারণা করা হচ্ছে।
 
এবিএন/রাজ্জাক/জসিম/এআর

এই বিভাগের আরো সংবাদ