আজকের শিরোনাম :

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালেন আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৮, ১১:৩৪

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠা পল অ্যালেন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

নন-হজকিন্স লিম্ফোমা নামের ক্যানসারের জটিলতায় তার মৃত্যু হয়েছে বলে পরিবারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে।

সোমবার বিকেলে দেওয়া ওই বিবৃতিতে অ্যালেনের বোন জোডি তার মৃত্যু নিশ্চিত করেন।

২০০৯ সালে একবার এ রোগের চিকিৎসা নিয়েছিলেন অ্যালেন। এর পর মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে তিনি রোগটির আবার ফিরে আসার কথা জানিয়েছিলেন

তার মৃত্যুতে মাইক্রোসফটের আরেক সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ‘আমার অন্যতম পুরনো ও প্রিয় বন্ধুর মৃত্যুতে ভীষণ আঘাত পেয়েছি আমি, সে না থাকলে পার্সোনাল কম্পিউটিং সম্ভব হতো না।’

অ্যালেন ও তার স্কুল জীবনের বন্ধু গেটস হাভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা ছেড়ে ১৯৭৫ সালে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট গড়ে তুলেন। এ মাইক্রোসফটই পরে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি হয়ে দাঁড়ায়।
খবর বিবিসি

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ