আজকের শিরোনাম :

পতঙ্গের মত উড়ে বেড়াবে যে রোবট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৯:০২

নেদারল্যান্ডের ডেলফ ইউনিভার্সিটি এন্ড টেকনোলজি দাবি করেছে, তারা এমন একটি রোবট তৈরি করেছে যা প্রকৃত রোবটের মত উড়ে বেড়াতে সক্ষম। রোবটির নামকরণ করা হয়েছে ‘নিমব্লি’। রোবটটি তৈরির পেছনে কাজ করেছন বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান ডেলফ্লাই প্রজেক্টের একদল গবেষক।

নিমব্লি স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারবে, এজন্য তাকে কোনো নির্দেশনা দিতে হবে না। রোবটির শরীরে যুক্ত আছে ফড়িংয়ের মত চারটি পাখা, যা তাকে উড়তে সাহায্য করবে। এর মধ্যে তিনটি পাখা উড়ার পাশাপাশি দিক পরিবর্তনে এবং অন্যটি উড্ডয়ণে সহায়তা করবে।

এটি একাধারে প্রায় পাঁচ মিনিট পর্যন্ত উড়তে সক্ষম হবে। প্রায় এক বর্গ কিলোমিটার জুড়ে উড়তে পারবে নিমব্লি। এর ওজন ২৯ গ্রাম এবং আয়তন ৩৩ সেন্টিমিটার।

প্রসঙ্গত, ডেলফ ইউনিভার্সিটি এন্ড টেকনোলজির অধীনস্ত ডেলফ্লাই প্রজেক্টে দীর্ঘদিন যাবত ক্ষুদ্রাকৃতির বিভিন্ন কিট-পতঙ্গের রোবট তৈরি ও গবেষণার সাথে যুক্ত আছেন একদল গবেষক।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ