আজকের শিরোনাম :

পাবজি'র লাইভ স্ট্রিমিংয়ে মহিলাদের কটূক্তি, গ্রেফতার ইউটিউবার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১২:১৫

গ্রেফতার হওয়া চেন্নাইয়ের দম্পতি।
ভারতে গত বছরই নিষিদ্ধ হয়েছে পাবজি। সেই অনলাইন গেমের লাইভ স্ট্রিমিং করে গ্রেফতার হলেন চেন্নাইয়ের ইউটিউবার। 

পাবজির লাইভ স্ট্রিমিংয়ের সময় মহিলাদের উদ্দেশে অশ্লীল ভাষা এবং কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মদন কুমার নামের ওই ইউটিউবারকে ধর্মপুরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে তাঁর স্ত্রী কৃতিকাকে চেন্নাই থেকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই দম্পতির বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলও আছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, ওই দম্পতির ইউটিউব চ্যানেলে উপভোক্তা সংখ্যা ৮ লক্ষেরও বেশি। যার অধিকাংশই নাবালক। চেন্নাইয়ের এক বাসিন্দা সম্প্রতি মদনের চ্যানেলগুলির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে বলা হয়, মদনের চালানো চ্যানেলের উপভোক্তাদের অধিকাংশই নাবালক। অভিযোগ, বহু ভিডিয়োয় অশালীন শব্দ প্রয়োগ করা হয়। মহিলাদের অসম্মান করে বহু কথাও বলা হয়। নেটমাধ্যমেও বিষয়টি নিয়ে ঝড় ওঠে।

মদনের আগাম জামিনের আবেদনের শুনানিতে ভিডিয়োর বক্তব্য নিয়ে উষ্মা প্রকাশ করেছে মাদ্রাজ হাই কোর্টও।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ