আজকের শিরোনাম :

অক্টোবরে আসছে উইন্ডোজ ১০-এর আপডেট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৯

টেক জায়ান্ট মাইক্রোসফট তাদের জনপ্রিয় অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১০-এর আপডেট আনছে। জার্মানির বার্লিনে চলমান আইএফএ-২০১৮ প্রযুক্তি ইভেন্টে উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য এ সুখবর নিয়ে হাজির হলো মাইক্রোসফট।

জানা গেছে, নতুন এই আপডেটে পূর্বের বাগগুলোর সমস্যা ঠিক করে ব্যবহারকারীদের জন্য নিত্য নতুন ফিচার নিয়ে আসা হবে। তবে কী কী ফিচার থাকবে সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য‍ জানানো হয়নি।

মাইক্রোসফটের করপোরেট ভাইস প্রেসিডেন্ট রোয়ান সোনস বলেন, মাইক্রোসফট সব সময় ব্যবহারকারীদের জন্য উন্নত ফিচার নিয়ে হাজির হতে চেষ্টা করে। সেই চেষ্টায় ‘উইন্ডোজ ১০ অক্টোবর ২০১৮’ আপডেট আনা হবে।

চলতি বছরের ১০ এপ্রিল সর্বশেষ উইন্ডোজ ১০ আপডেট এনেছিল মাইক্রোসফট।

এদিকে কয়েকমাস আগে অপারেটিং সিস্টেম আপডেটের কারণে উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের অনেক ঝামেলায় পড়তে হয়েছিল। এতে নতুন আপডেট এলে পিসি ব্যবহারের সময় তা হঠাৎ রিবুট নিতো। তাই উইন্ডোজ ১০-এর রিবুট লজিক সমাধান করে ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট আনা হয়েছিল।

উল্লেখ্য, বিশ্বব্যাপী ৭০ কোটিরও বেশি মানুষ উইন্ডোজ ১০ ব্যবহার করে থাকেন।
খবর সিনেট

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ