আজকের শিরোনাম :

তথ্য ফাঁস: শতাধিক অ্যাপ সাসপেন্ড ফেসবুকের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০১৮, ২০:১৮

ঢাকা, ১৫ মে, এবিনিউজ : ২০০টির মতো অ্যাপ সাসপেন্ড করেছে ফেসবুক৷ ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। তবে এখানেই শেষ নয়৷ ভবিষ্যতে আরও অ্যাপ সাসপেন্ড করা হতে পারে বলে জানা গেছে৷

ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের পর জানা যায় অ্যাপগুলির মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য পাচার করা হয়েছে৷ সেই তথ্য আবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবহার করা হয়েছে৷ এর পরই অ্যাপগুলিকে ছাকনির তলায় নিয়ে আসে ফেসবুক৷ শুরু হয় তদন্ত৷ তার জেরে প্রাথমিক পর্যায়ে ২০০টি অ্যাপ সাসপেন্ড করে দিল ফেসবুক৷ সংস্থার ভাইস প্রেসিডেন্ট ইমে আর্চিবঙ৷ তিনি জানান, এই অ্যাপ গুলি আদৌ তথ্য চুরি করেছে কীনা তা তদন্ত করে দেখতে হবে৷ এছাড়াও আরও হাজার খানেক অ্যাপের উপর নজরদারি চালানো হচ্ছে৷ তিনি বলেন,‘কাজটি সময়সাপেক্ষ৷ কিন্তু কোন কোন অ্যাপ থেকে তথ্য চুরি হচ্ছে বা হয়েছে তা খুঁজে বের করা হবে৷’

ক্যামব্রিজ অ্যানালিটিকার তথ্য ফাঁসের পর মার্ক জুকারবার্গ জানিয়েছিলেন, এ ব্যাপারে ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও করা হবে ভবিষ্যতেও। এছাড়াও তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখছেন। এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে দিকেও নজর দেওয়া হবে। এখন থেকে তথ্য ফাঁস রুখতে আরও ব্যবস্থা নেওয়া হবে।’

মার্ক জুকারবার্গ আশ্বাস দিয়েছিলেন, ফেসবুকের সঙ্গে যুক্ত যত অ্যাপ ব্যবহারকারীদের তথ্য জোগাড়ের কাজ করে, তার সবগুলি খতিয়ে দেখা হবে, দেখা হবে কোনও সন্দেহজনক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত কিনা, এ জন্য হবে অডিটও। কারও কাজকর্মে আপত্তিকর কিছু পাওয়া গেলে তাকে নিষিদ্ধ করা হবে, প্রকাশ্যে আনা হবে নাম।

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ