প্রথমবারের মতো মঙ্গলের রঙিন ছবি পাঠাল ‘পারসেভারেন্স রোভার’

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১২:২২

মঙ্গলে সফল অবতরণের পর প্রথমবারের মতো রঙিন ছবি পাঠিয়েছে নাসার মহাকাশযান ‘পারসিভিয়ারেন্স রোভার’।
এক সংবাদ সম্মেলনে নাসার বিজ্ঞানীরা রোবটটির পাঠানো তিনটি রঙিন ছবি প্রকাশ করেন। তিনটি ছবির মধ্যে একটি রোভারের অবতরণের, একটি মঙ্গলের ভূ-পৃষ্ঠের ও আরেকটি রোবটের চাকার।
বিজ্ঞানীরা এরই ধ্যে এই ছবিগুলো পর্যবেক্ষণ শুরু করেছে। এসব ছবি মঙ্গলে প্রাণের অস্তিত্ব সম্পর্কে আরও নতুন এবং গুরুত্বপূর্ণ তথ্য দেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। রোবটটি এরই মধ্যে দুই কিলোমিটারের খাড়া বাঁধ হেঁটে পার হয়েছে এবং ভূ-ত্বাত্ত্বিক গবেষণা চালিয়ে যাচ্ছে।
এবিএন/সাদিক/জসিম
এই বিভাগের আরো সংবাদ