আজকের শিরোনাম :

নতুন ১০ লাখ গ্যালাক্সির ম্যাপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২০, ১৬:৪৩

অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, অত্যাধুনিক টেলিস্কোপের মাধ্যমে নতুন ১০ লাখ গ্যালাক্সির একটি ম্যাপ তৈরি করেছেন তারা। দেশটির জাতীয় বিজ্ঞান সংস্থা সিএসআইআরও’র বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এখন পর্যন্ত ৩০ লাখ গ্যালাক্সির ম্যাপ করেছে সিএসআইআরও। আগের জরিপের দ্বিগুণ তথ্য নিয়ে ছবিসহ এসব ম্যাপ তৈরি করা হয়।

সংস্থাটি জানায়, মরুভূমিতে নতুন শক্তিশালী একটি টেলিস্কোপ বসিয়ে রেকর্ড সময়ে মহাবিশ্বের নতুন একটি মানচিত্র তৈরি করেছে তারা।

এত বিপুলসংখ্যক গ্যালাক্সির ম্যাপ তৈরি করতে ৩০০ ঘণ্টা সময় লেগেছে সিএসআইআরও’র। যেখানে মহাশূন্যের আগের জরিপগুলো তৈরি করতে কয়েক বছর লেগে গিয়েছিল।

পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত মুরচিসন রেডিও-অ্যাস্ট্রোনমি অবজারভেটরিটির দক্ষিণ আকাশে এ গবেষণাটি চালানো হয়।

নতুন গ্যালাক্সি নিয়ে এ মানচিত্র মহাশূন্যে নতুন কিছু আবিষ্কারের পথ দেখাবে বলে আশা প্রকাশ করেছেন জ্যোতির্বিদেরা।

গবেষণাটির সঙ্গে যুক্ত ড. ডেভিড ম্যাককনেল জানান, মহাশূন্য নিয়ে গবেষণায় এ ম্যাপ বিশ্বজুড়ে যে কেউ ব্যবহার করতে পারবে। তারা গঠন থেকে শুরু করে গ্যালাক্সি এবং তাদের ব্ল্যাকহোলগুলো কীভাবে বিকশিত হচ্ছে এবং আচরণ করছে সেসব বিষয়ে গবেষণা করা যাবে।

মঙ্গলবার অ্যাস্ট্রনোমিক্যাল সোসাইটি অব অস্ট্রেলিয়ার জার্নালে গবেষণাটির প্রাথমিক অনুসন্ধান প্রকাশ করা হয়।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ