আজকের শিরোনাম :

হোয়াটসঅ্যাপ আনতে চলেছে ‌'রিড লেটার' এর সুবিধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২০, ১০:০৫

সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে সাধারণ মানুষের পাশপাশি একাধিক সংস্থাতেও ব্যবহার করা হয়ে থাকে এই প্ল্যাটফর্ম। তবে এবারে জানা গিয়েছে এক নয়া তথ্য। গ্রাহকদের জন্য এবারে হোয়াটসঅ্যাপ আনতে চলেছে নতুন রিড লেটার ফিচার। এর ফলে সুবিধা পাবেন সাধারণ মানুষ। জানানো হয়েছে আর্কাইভড চ্যাট (archived chats) এর পরিবর্তে আনা হবে এই ফিচার।

ইতিমধ্যে তারা নিয়ে এসেছে একের পর এক আপডেট। যা সুবিধা দিয়েছে সকলকে। তবে মনে করা হচ্ছে এই ফিচার আনার ফলে মনে করা হচ্ছে আরও বেশি সুবিধা হবে সাধারণ মানুষের। কিছুদিন আগেই জানা গিয়েছিল তারা আনতে চলেছে এই নতুন ফিচার। পাশপাশি এও জানা গিয়েছে এই ফিচার নিয়ে তাদের তরফে পরীক্ষা করাও হচ্ছে।

এর ফলে মনে করা হচ্ছে আরও ভালো ভাবে চ্যাটগুলি নিয়ন্ত্রন করতে পারবে ইউজারেরা। ইতিমধ্যে এটি ২.২০.১৩০.১৬ এর বিটা ভার্সনে পাওয়া গিয়েছে এই আপডেট। অন্যদিকে আইওএস এই ফিচার আনা হবেও বলে জানা গিয়েছে সংস্থার তরফে।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ