আজকের শিরোনাম :

ফোনে অপ্রয়োজনীয় এসএমএস আসা বন্ধ করার উপায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২০, ১০:০৭

ছবি: সংগৃহীত
ফোন ব্যবহারকারীদের অনেকেই অপ্রয়োজনীয় এসএমএস আসার কারণে বিরক্তবোধ করেন।  এসবের ভিড়ে অনেক সময় প্রয়োজনীয় এসএমএস খুঁজে পাওয়াও মুশকিল হয়ে পড়ে। তখন রাগ করা ছাড়া আর কিছুই করার থাকে না।

কাস্টমার কেয়ার সার্ভিস, জীবনবীমা, ক্রেডিট কার্ড সেবা এমন নানা জায়গা থেকে এসএমএস আসে; যা অকাজেরই বেশি হয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত এসএমএস থেকে রক্ষা পেতে চাইলে নিচের নিয়ম অনুসরণ করতে পারেন-

* এয়ারটেলের গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন।

* কেউ বাংলালিংক নম্বরে এসএমএস না চাইলে মেসেজ অপশনে গিয়ে অফ (OFF) লিখে ৬১২১ নম্বরে এসএমএস পাঠানো যাবে।

* গ্রামীণফোনের প্রোমোশনাল এসএমএস বন্ধ করতে ডায়াল করুন  *121*1101# এবং আবার চালু করতে পারেন এ নম্বরে- *121*1102#

* রবি গ্রাহকরা ১২৩ নম্বরে ফোন দিয়ে ডিএনডি (ডু নট ডিস্টার্ব) সেবা চালুর জন্য অনুরোধ করতে পারবেন। এজন্য ফোন করে বলতে হবে, ‘আমি এই সেবা চাই না।’ তাহলে সংশ্লিষ্টরা ফোনদাতাকে নিয়ে যাবে ডিএনডি বিভাগে।

* টেলিটকের এ ধরনের কোনো সেবা (এসএমএস ব্লক) নেই।

 

এবিএন/ইমরান/জসিম/এসই 

এই বিভাগের আরো সংবাদ