আজকের শিরোনাম :

নিয়ম ভেঙ্গে সমালোচিত উথাপ্পা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২০, ১৩:৫৭

বলে লালা লাগাচ্ছেন উথাপ্পা
করোনা পরবর্তী সময়ে ক্রিকেটের যে কয়েকটি নিয়মে পরিবর্তন আসে তার একটি হচ্ছে বলে লালা লাগানো যাবে না। কিন্তু এই কাজটিই ভুলক্রমে করে ফেলেছেন রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রবিন উথাপ্পা। স্বাভাবিকভাবেই এমন কাজের জন্য সমালোচনার মুখে পড়েছেন তিনি। 

দুবাইয়ে বুধবার কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচের তৃতীয় ওভারে ভুলটি করেন উথাপ্পা। রাজস্থানের বাঁহাতি পেসার জয়দেব উনাদকাটের বলে কলকাতার ক্যামিও ওপেনার সুনিল নারাইনের সহজ একটি ক্যাচ ছাড়েন উথাপ্পা।

এরপরই এই উইকেটকিপার ব্যাটসম্যানকে শুরুতে বল ট্রাউজারে একটু ঘষে হাতে লালা নিয়ে বলে লাগাতে দেখা যায়। তবে তাকে অবশ্য একবারই এটি করতে দেখা গেছে।

কোভিড-১৯ পরিস্থিতিতে ক্রিকেটে বলে লালা লাগানো নিষিদ্ধ করেছে আইসিসি। তবে বল উজ্জ্বল করতে ঘাম ব্যবহার করতে পারবেন ক্রিকেটাররা।

আইসিসির নিয়ম অনুযায়ী, বলে কেউ লালা ব্যবহার করলে একটি দলকে আম্পায়াররা সর্বোচ্চ দুইবার পর্যন্ত সতর্ক করে দিতে পারবেন। কিন্তু বারবার এই ভুল করলে পেনাল্টি হবে ৫ রান।

 

এবিএন/ইমরান/জসিম/এসই 

এই বিভাগের আরো সংবাদ