আজকের শিরোনাম :

উড়ন্ত রাজস্থানের প্রতিপক্ষ কলকাতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭

উড়ন্ত রাজস্থানের প্রতিপক্ষ কলকাতাইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজকের খেলায় মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্স। দুবাইতে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত খেলা দুই ম্যাচের দুটিতেই জয় নিয়ে দারুণ ছন্দে আছে রাজস্থান। এবারের মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ও দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে দুই শতাধিক রান করে হারিয়েছে তারা।

অপরদিকে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে কলকাতা জয় পেয়েছে একটি। রাজস্থানের এগিয়ে থাকার আরেকটি কারণ হচ্ছে দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান সাঞ্জু স্যামসনের বর্তমান ফর্ম। দুই ম্যাচে এখন পর্যন্ত দুটি হাফ সেঞ্চুরির সাহায্যে ১৫৯ রান করেছেন স্যামসন। দুটি ম্যাচেই দল জিতিয়েছেন তিনি। এছাড়া রাজস্থানের অধিনায়ক স্টিভ স্মিথও দুই ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছেন। অবশ্য এই দুজনকে থামানোর কৌশল জানা আছে কলকাতার স্পিনার সুনিল নারিনের। আইপিএলে স্যামসনকে এখন পর্যন্ত ৪৫ বল করেছেন নারিন। স্যামসন ৮৭ স্ট্রাইক রেটে রান তুলেছেন নারিনের বলে। প্যাভিলিয়নে ফিরেছেন তিনবার।

এছাড়া স্মিথকেও এখন পর্যন্ত দুইবার ফিরিয়েছেন নারিন। স্মিথ তাঁর বিপক্ষে রান তুলেছেন ১১৫ স্ট্রাইক রেটে। সুতরাং, রাজস্থানের বিপক্ষে দলটির টপঅর্ডারকে থামাতে একটু আগেভাগেই বল হাতে তুলে নিতে পারেন নারিন।

দুই দলের একাদশ পরিবর্তনের কোনও আভাস পাওয়া যায়নি। শেষ ম্যাচে জয় পাওয়ায় দুই দলই তাদের উইনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামবে। তবে রাজস্থান শিবিরে সুসংবাদ আছে। ক্যান্সার আক্রান্ত বাবাকে নিউজিল্যান্ডে দেখতে যাওয়া ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস সেখানে অনুশীলন শুরু করেছেন। ধারণা করা যাচ্ছে, অক্টোবরের প্রথম সপ্তাহে রাজস্থানের হয়ে খেলতে পারেন তিনি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ