আজকের শিরোনাম :

দিন পেছাল লঙ্কা প্রিমিয়ার লিগের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫১

ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট
আরো একবার পেছানো হয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) অভিষেক আসর শুরুর দিন। সরকারের স্বাস্থ্যবিধি অনুযায়ী ক্রিকেটারদের কোয়ারেন্টিনে থাকার সুযোগ করে দিতে আগামী ২১ নভেম্বর শুরু হবে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

প্রাথমিকভাবে, গত ২৮ অগাস্ট শুরু হয়ে ২০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা ছিল এলপিএল। কিন্তু করোনাভাইরাসের কারণে টুর্নামেন্ট শুরুর দিন পিছিয়ে দেওয়া হয়েছিল ১৪ নভেম্বর।

টুর্নামেন্ট পরিচালক রবিন বিক্রামারত্নে বুধবার জানান, সূচির এই বদলে আইপিএলে অংশ নেওয়া ক্রিকেটারদেরও এলপিএল খেলার সুযোগ তৈরি হবে।
আগামী বৃহস্পতিবার হওয়ার কথা ছিল টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফট। সেটাও পিছিয়ে দেওয়া হয়েছে ৯ অক্টোবর।

শ্রীলঙ্কার তিনটি আন্তর্জাতিক ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা এই পাঁচটি দল অংশ নেবে এলপিএলের প্রথম আসরে।

 

এবিএন/ইমরান/জসিম/এসই 

এই বিভাগের আরো সংবাদ