আজকের শিরোনাম :

৫৫ মৌসুম পর বুন্দেসলীগা থেকে অবনমিত হল হামবুর্গ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০১৮, ১৭:৩৫

ঢাকা, ১৩ মে, এবিনিউজ : বুন্দেসলীগায় দীর্ঘ ৫৫ মৌসুম খেলার পর জার্মানীর শীর্ষ এই টুর্নামেন্ট থেকে অবনমিত হতে হচ্ছে হামবুর্গকে। শনিবার বরুশিয়া ময়েশ্চেনগ্লাডব্যাচকে ২-১ গোলে হারিয়েও শেষ রক্ষা হলনা হামবুর্গের। ততক্ষনে অনেক দেরী হয়ে গেছে।

জর্মানীর শীর্ষ আসরে সুদীর্ঘ ৫৫টি আসরে অংশগ্রহন করা ক্লাবটির এই দুর্ভাগ্যজনক অবনমনের মুহূর্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে সমর্থকরা। এ সময় আগুন ধরিয়ে দেয় স্টেডিয়াম এলাকায়। আগুনের ধোয়ায় অন্ধকার হয়ে যায় গোটা এলাকা। যে কারণে নির্ধারিত সময়ের এক মিনিট আগেই ম্যাচটি বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

১৯৬৩ সালে লীগ শুরুর পর থেকে বুন্দেসলীগার প্রতিটি টুর্নামেন্টে অংশ নিয়েছে হামবুর্গ। ১৯৮৩ সালে ইউরোপীয়ান কাপের শিরোপা জয় ছাড়াও তারা ছয়বার জয় করেছে জার্মানীর লীগ শিরোপা। যে কারণে তাদের ‘ডাইনোসার’ নামে ডাকা হতো।

শনিবার অবনমনের হাত থেকে রক্ষা পেতে মরিয়া হামবুর্গ ময়েশ্চেনগ্লাডব্যাচকে হারাতে সক্ষম হয়েছিল ঠিকই। কিন্তু আরেক ম্যাচে উলফসবার্গ ৪-১ গোলে কোলনকে হারিয়ে দেয়ায় অবনমন ঠেকাতে পারেনি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ