আজকের শিরোনাম :

শক্তি বাড়াতে দলবদলের বাজারে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

বার্সায় চলছে পুনর্গঠন প্রক্রিয়া। রাকিতিচ দল ছেড়েছেন, সুয়ারেজ-ভিদালও ছাড়ার পথে। শূণ্যস্থান পূরণে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা। ঝামেলা অন্যখানে, মিডফিল্ডে বোর্ড চাইছে থিয়াগোকে, তবে কোচের চাহিদা উইনালডম। আর ফরওয়ার্ড লাইনে মেমফিস ডিপাইকে নেয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।

ঘরের ছেলে ঘরে ফিরবে। তাইতো হওয়া উচিত। বার্সার লা মাসিয়ায় বেড়ে ওঠা। মূল দলেও খেলেছেন অনেকদিন। তবে, জাভি-ইনিয়েস্তা ওই সময়টায় বার্সায় থাকায় রেগুলার গেম টাইম পেতে বায়ার্ন মিউনিখে পাড়ি জমিয়েছিলেন থিয়াগো আলকানতারা।

বাভারিয়ানদের হয়ে জিতেছেন সম্ভাব্য সব কিছু। তবে, আর এক বছর চুক্তির মেয়াদ থাকা স্প্যানিশ মিডফিল্ডার সেটা আর বাড়াননি। ৩০ মিলিয়নে তাই তাকে বিক্রি করে দেবে বায়ার্ন। লিভারপুলে যাওয়া ছিলো নিশ্চিত। এরই মাঝে ডাক পড়েছে বার্সায়। ঘরের ছেলে কি তবে ঘরেই ফিরছেন?

উত্তরটা নির্ভার করছে তারই সমান ২৯ বছর বয়সী জিনি উইনালডমের ওপর। লিভারপুলের ডাচ মিডফিল্ডারকে আবার খুব পছন্দ বার্সার নতুন কোচ রোনাল্ড কোম্যানের। তার চুক্তির মেয়াদও আছে মোটে এক বছর। কম দামেই তাই পাওয়া যাবে উইনালডমের সার্ভিস। তবে, দুজনের বার্সায় আসা সম্ভব না। বোর্ডের চাওয়া নাকি কোচের পছন্দ, কে জেতে দেখার বিষয় সেটাই।

তবে, মতৈক্য নাই মেমফিস ডিপাইকে নিয়ে। ম্যানইউতে ফ্লপ হলেও লিঁওতে গিয়ে হারানো ফর্ম ফিরে পেয়েছেন ডিপাই। ডাচ দলকে কোচিং করিয়ে এসেছেন। উইনালডমের সঙ্গে তাই সাবেক শিষ্য মেমফিসকেও চান কোম্যান। কথাবার্তাও এগিয়েছে অনেক দূর। লিও কোচ তো জানিয়েই দিয়েছেন, ডিপাই থাকলে খুব ভালো হতো, তবে কোনভাবেই আরো বড় ক্লাবে যাওয়া আটকানো হবে না। ২৫ মিলিয়নে ডিপাইকে লিঁও থেকে বার্সায় উড়িয়ে আনা তাই প্রায় নিশ্চিত।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ