আজকের শিরোনাম :

জার্মান গতি মাথায় রেখেই ছক কষছে বার্সা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ১২:৩৩

তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ বিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে কাতালান জায়ান্ট বার্সেলোনা ও জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভাঙার ক্ষেত্রে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের আক্রমণে ওঠার ধরণ অনেকটা একই। সেই পরিকল্পনাতেই জার্মান চ্যাম্পিয়নদের হারানোর ছক কষছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চার নিশ্চিত করতে চান বার্সা ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান। অন্যদিকে, চলতি মৌসুমে ডাবল জিতেছে বায়ার্ন।

শেষ ষোলো’র দুই লেগে চেলসিকে হারায় ৭-১ গোলের বিশাল ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে দু’দলের সবশেষ দেখা হয় ২০১৫ সালে। সেবার দু’লেগে, বায়ার্নকে ৩-০ ও ৩-২ গোলে হারিয়েছিল বার্সেলোনা।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ