আজকের শিরোনাম :

পালের্মো লেডি ওপেন দিয়ে মাঠে গড়ালো পেশাদার টেনিস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২০, ১৬:১৪

অবশেষে কোর্টে ফিরলো পেশাদার টেনিস। সোমবার সীমিত সংখ্যক দর্শকের উপস্থিতিতে শুরু হয়েছে পালের্মো লেডি ওপেন।

টুর্নামেন্টে অংশ নিতে ইউরোপের ১৫টি দেশ থেকে হাজির হয়েছেন প্রতিযোগীরা। মার্চে সবধরনের টেনিস স্থগিত হয়ে পড়ার পর এই প্রথম আয়োজন করা হলো আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট।

দেশত্যাগের আগে খেলোয়াড়-কর্মকর্তাসহ সবার করোনা টেস্ট করা হয়। পালের্মোতে পৌঁছানোর পর টেস্ট করা হয় আরেক দফা। এছাড়াও প্রতি ৪ দিন পরপর অংশগ্রহণকারী সবাইকে টেস্ট করার ঘোষণা দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

এত কড়াকড়ির পরও একজন খেলোয়াড়ের করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছে আয়োজকরা। তবে প্রকাশ করা হয়নি খেলোয়াড়ের নাম। তবে চলবে টুর্নামেন্ট। ৩১ আগস্ট শুরু হবে ইউএস ওপেন। এরপর ২৭ সেপ্টেম্বর শুরু হবে স্থগিত হওয়া ফ্রেঞ্চ ওপেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ