আজকের শিরোনাম :

নিষেধাজ্ঞা থেকে ম্যানচেস্টার সিটির মুক্তি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১৭:৪৬

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাওয়ায় চ্যাম্পিয়নস লিগ খেলার পথ খুলল ম্যানচেস্টার সিটির। ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলতে আর কোনো বাধা নেই দলটির। ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ক্লাব লাইসেন্স ও ফেয়ার প্লে নীতি লঙ্ঘন কারার দায়ে পাওয়া ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতা থেকে দুই মৌসুমের নিষেধাজ্ঞা থেকে সোমবার মুক্ত হয়েছে দলটি।

সোমবার কোর্ট অব আর্বিট্রেশন অব স্পোর্টস (সিএএস) এক বিবৃতিতে জানায়, স্পনসর থেকে পাওয়া অর্থে কোনো অনিয়ম খুঁজে পায়নি তারা। তবে তদন্ত করতে উয়েফাকে সব ধরনের সহযোগিতা না করায় জরিমানা করা হয়েছে সিটিকে।

এর আগে ৩০ মিলিয়ন পাউন্ড জরিমানা করলেও তা নামিয়ে ১০ মিলিয়ন পাউন্ড করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ম্যানসিটির ওপর তদন্ত চালিয়ে যাচ্ছিল উয়েফা। অনেকবারই ইউরোপিয়ান ফুটবল থেকে তাদের নিষিদ্ধ করার হুমকি এসেছিল। ২০১৪ সালে এই নিয়ম ভাঙার দায়ে চার কোটি ৯০ লাখ পাউন্ড জরিমানা গুনতে হয়েছিল সিটিকে। এরপর গত ফেব্রুয়ারিতে নিষিদ্ধ করা হয় তাদের। বলা হয় ২০২০-২১ ও ২০২১-২২ এ দুই মৌসুমে ইউরোপিয়ান যে কোনো ক্লাব টুর্নামেন্টে খেলতে পারবে না তারা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ