আজকের শিরোনাম :

রাতে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ গ্রানাডা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১৬:৫৬

লা লিগায় আজ গ্রানাডার মাঠে নামবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু রাত দুইটায়। বার্সেলোনার বিপক্ষে শিরোপার লড়াইয়ে নিজেদের লিড ধরে রাখার টার্গেট তাদের। এর আগে রাত একটায় ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে সাউদাম্পটনের মোকাবেলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড।

সামনে ব্যস্ত শিডিউ রিয়াল মাদ্রিদের। আগামী এক সপ্তাহে খেলতে হবে তিনটা ম্যাচ। সোমবার গ্রানাডার মাঠ থেকে খেলে ফিরবে নিজেদের ঘর সান্তিয়াগো বার্নাব্যুতে। সেখানে ভিয়ারিয়ালকে আতিথ্য দেবে মঙ্গলবার।

এরপর রবিবার লেগানেসের বিপক্ষে আরেকটা অ্যাওয়ে ম্যাচ। এর একটায় পা ফসকালেই শিরোপা রেইসে সুপার রাইভাল বার্সেলোনা পেয়ে যাবে মওকা। তাই সিদ্ধান্ত নিতে বেশ হিসেব কষতে হচ্ছে রিয়াল বস জিনেদিন জিদানকে। 

ফ্রেঞ্চ মাস্টারমাইন্ডের ছেলেরা অবশ্য আছে দারুণ ফর্মে। আগের ম্যাচেই টানা আট নম্বর জয় তুলে নিয়েছে ওরা, যেমনটা শেষ ঘটেছিল বছর চারেক আগে। তখনও লস ব্লাঙ্কোস রাজ্যে ছিল জিদানি আমল। 

তবে রিয়ালের আপাতত পুরো ফোকাস গ্রানাডা ম্যাচে। টেবিলের দশ নম্বর দলটা নিয়ে দুশ্চিন্তা নেই খুব একটা। হেড টু হেডে শেষ সাত দেখায় প্রতিটাতেই জিতেছে রিয়াল। কিন্তু সিজনের এই পর্যায়ে পচা শামুকে পা কাটা চলবে না মোটেও। 

লা লিগায় যখন জমজমাট শিরোপার লড়াই, ইংলিশ প্রিমিয়ার লিগে তখন চ্যাম্পিয়নশিপের দফারফা হয়ে গেছে বেশ আগেই। তবে চ্যাম্পিয়ন্স লিগের হিসেব মেলাতে এখনো ব্যস্ত ক্লাবগুলো, যাদের একটা ম্যানচেস্টার ইউনাটেড। 

ম্যানইউ বস ওলে গানার শুরুতে বেশ আশা জাগালেও সিজনটা মোটেও ভালো যাচ্ছে না রেড ডেভিলদের। এখনো চ্যাম্পিয়ন্স লিগের এলিট ক্লাবে ঢোকা হয়নি। রেলেগেশন জোনে থাকা বোর্নমাউথের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হেরে অবশ্য ম্যানইউকে ভালো একটা সুযোগ দিয়েছে লেস্টার সিটি। এক ম্যাচ বেশি খেলেও এখন ইউনাইটেডের চেয়ে ওদের এক পয়েন্ট বেশি। 

সুযোগটা কাজে লাগাতে অবশ্য সোমবারের ম্যাচে সাউদাম্পটনকে হারানো চাই। টেবিলের ১২ নম্বর দলের বিপক্ষে নিজেদের কাজটা নিশ্চিয় সহজেই করতে পারবে ম্যানইউ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ