আজকের শিরোনাম :

টি-২০ বিশ্বকাপের সময় আইপিএল যাতে না হয়, সেই চেষ্টায় মাঠে নামলেন ইনজামাম

  হিন্দুস্তান টাইমস

০৭ জুলাই ২০২০, ১০:১০ | আপডেট : ০৭ জুলাই ২০২০, ১০:১১ | অনলাইন সংস্করণ

টি-২০ বিশ্বকাপ না হলে সেই সময় যাতে আইপিএল অনুষ্ঠিত না হতে পারে, পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু থেকেই সেই চেষ্টা করে আসছে। এবার ইনজামাম-উল-হকের মতো পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারও মাঠে নামলেন সেই প্রচেষ্টায়।

ইনজামাম ঘুরিয়ে চাপ তৈরির চেষ্টা করলেন বিসিসিআইয়ের উপর। সেই সঙ্গে আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল-সহ বাকি সব দেশকে আইপিএলের বিরুদ্ধে একজোট করার চেষ্টা করলেন ইনজি।

প্রাক্তন পাক অধিনায়ক জানান, যদি করোনা মহামারির জন্য বিশ্বকাপ বাতিল হয় এবং একই সময়ে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হয়, তবে প্রশ্ন উঠতে শুরু করবে। তিনি আরও দাবি করেন, আইসিসির উচিত কোনও ঘরোয়া লিগের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে প্রভাব পড়তে না দেওয়া।

ইনজামামের কথায়, ‘শোনা যাচ্ছে টি-২০ বিশ্বকাপের সঙ্গে আইপিএল ও ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সংঘাত বাধছে। সেই জন্যই নাকি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না। ভারতীয় বোর্ড অত্যন্ত শক্তিশালী এবং আইসিসিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে ওদের। যদি অস্ট্রেলিয়া বলে যে, করোনা মহামারির জন্য ওরা টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে পারবে না, তাহলে ওদের যুক্তি সহজেই মেনে নেওয়া হবে। তবে সেই সময়েই যদি অন্য কোনও টুর্নামেন্ট (আইপিএল) অনুষ্ঠিত হয়, তবে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’

এখানেই থেমে থাকেননি ইনজি। তিনি আরও বলেন, ‘অন্য একটা বিষয় হল, আইসিসির এই সব ঘরোয়া লিগগুলিকে (আইপিএল) আন্তর্জাতিক ক্রিকেটের থেকেও বেশি গুরুত্ব পেতে দেওয়া উচিত নয়। এর ফলে তরুণ ক্রিকেটাররা আন্তর্জাতিক ক্রিকেটের বদলে ঘরোয়া লিগের দিকেই ঝুঁকতে শুরু করবে।’

শেষে ইনজামাম বলেন, ‘এশিয়া কাপের সূচির সঙ্গেও অন্য একটা টুর্নামেন্টের (আইপিএল) সময় নিয়ে বিবাদ দেখা দিয়েছে। আইসিসি ও এসিসির উচিত বাকি সব বোর্ডগুলির সঙ্গে আলোচনা করে একটা কড়া বার্তা দেওয়া। যাতে কোনও ঘরোয়া লিগ (আইপিএল) এতটা প্রাধান্য না পায়।’

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ