আজকের শিরোনাম :

বোর্নমাউথকে উড়িয়ে দিল ম্যানইউ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০৯:৫২

দারুণ ছন্দে এগিয়ে চলা ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে বোর্নমাউথকে উড়িয়ে দিয়েছে। দুর্দান্ত জয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠেছে উলে গুনার সুলশারের দল। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাসন গ্রিনউডের জোড়া গোলে ৫-২ ব্যবধানে জিতেছে ইউনাইটেড।

খেলার ধারার বিপরীতে ম্যাচের ১৫ মিনিটে ইংলিশ মিডফিল্ডার জুনিয়র স্ট্যানিসলাসের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি তারা। ফের্নান্দেসের পাস পেয়ে জোরালো শটে সমতা টানেন গ্রিনউড। ৬ মিনিট পর র‌্যাশফোর্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় স্বাগতিকরা। মার্সিয়ালের হেড ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে লাগলে পেনাল্টিটি পায় ইউনাইটেড। আর প্রথমার্ধের যোগ করা সময়ে দুর্দান্ত এক গোলে স্কোরলাইন ৩-১ করেন মার্সিয়াল। ডি-বক্সের বাঁ দিকের ঠিক বাইরে থেকে জোরালো কোনাকুনি শটে ক্রসবার ঘেঁষে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমাতে পারত সফরকারীরা। তবে তাদের প্রথম প্রচেষ্টা গোলরক্ষক দাভিদ দে হেয়া ঠেকানোর পর আহনু দোশিমার শট পোস্টে বাধা পায়। ৪৯তম মিনিটে অবশ্য ঠিকই গোল পেয়ে যায় তারা। ডি-বক্সে ইউনাইটেডের ডিফেন্ডার এরিক বেইলির হাতে বল লাগলে পেনাল্টি পায় বোর্নমাউথ। স্পট কিকে কোনো ভুল করেননি নরওয়ের ফরোয়ার্ড জসুয়া কিং।

৫৪তম মিনিটে নেমানিয়া মাত্রিচের পাস পেয়ে ১৮ বছর বয়সী গ্রিনউড ডান পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন। পাঁচ মিনিট পর স্কোরলাইন ৫-২ করেন পর্তুগিজ মিডফিল্ডার ফের্নান্দেস।   

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ