আজকের শিরোনাম :

স্টোকসকে অধিনায়ক করে ইংল্যান্ডের ১৩ সদস্যের দল ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২০, ০১:২৬

অবশেষে মাঠে গড়াচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টকে সামনে রেখে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। যে দলের অলরাউন্ডার বেন স্টোকসকে।

জো রুটের অনুপস্থিতিতে স্টোকস অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন, জানা হয়ে গিয়েছিল আগেই। এবার আনুষ্ঠানিক ঘোষণা আসলো। প্রথমবারের মতো ইংলিশ দলকে নেতৃত্ব দেবেন হার্ডহিটিং এই অলরাউন্ডার।

আগামী বুধবার (৮ জুলাই) থেকে অ্যাগিয়াস বোলেইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের প্রথম টেস্টটি  শুরু হবে। করোনার সতর্কতায় ‘বায়ো সিকিউর’ পরিবেশে অনুষ্ঠেয় সেই টেস্টে ১৩ সদস্যের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় থাকবেন আরও ৯ জন।

আসন্ন সিরিজে ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে ইংল্যান্ড। সিরিজের পরের দুই টেস্ট হবে চলতি মাসেই এমিরেটস ওল্ড ট্রাফোর্ডে।

ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), ররি বার্ন, জ্যাক ক্রলি, জস বাটলার, জো ডেনলি, অলি পোপ, ডম সিবলে, ক্রিস ওকস, মার্ক উড, জোমিনিক বেস, জোফরা আর্চার, জেমস অ্যান্ডারস, স্টুয়ার্ট ব্রড।

রিজার্ভ : জেমস ব্র্যাসে, স্যাম কুরান, বেন ফকস, ড্যান লরেন্স, জ্যাক লিচ, সাকিব মাহমুদ, ক্রেইগ ওভারটন, অলি রবিনসন, ওলি স্টোন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ