আজকের শিরোনাম :

করোনার প্রভাব কমলেই শুরু হবে টাইগারদের অনুশীলন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২০, ২২:১৩

এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অচিরেই ক্যাম্প শুরু করতে চায় বিসিবি। করোনাভাইরাসের প্রভাব কিছুটা কমলেই খেলোয়াড়দের অনুশীলনে দেখা যাবে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। তবে করোনার কারণে আদৌ সেই বৈশ্বিক টুর্নামেন্ট এবছর আলোর মুখ দেখবে কিনা রয়েছে সন্দেহ, সব শেষ আইসিসির বৈঠকেও আসেনি চূড়ান্ত কোন নির্দেশনা। 

যেহেতু এখনও পর্যন্ত পুর্বের সিদ্ধান্তই বহাল তাই ঘরে বসে থাকলে চলবেনা, কাজে নেমে পড়তে চাচ্ছে বিসিবিও। তেমনই আভাস দিলেন ক্রিকেট অপরাশেন্স প্রধান।

ক্রিকেট অপারেশন্স কিমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, কিছু খেলোয়ার বলেছিল ঈদের আগেই রিকুয়েস্ট করেছিল প্রাকটিসের ব্যাপারে। আমরা প্রস্তুপ আছি এখন করোনার প্রভাব কমলেই আমরা খুব তারাতারি প্রাকটিসে নেমে যাব। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই হওয়ার কথা এশিয়া কাপ টি-টোয়েন্টি। ১৫তম আসরের হোস্ট শ্রীলঙ্কা। ছোট ফরম্যাটের এই টুর্নামেন্টে নিয়ে এখনও পর্যন্ত স্থগিতের আভাস মেলেনি কর্তৃপক্ষের কাছ থেকে। টানা দুইবারসহ মোট তিনবারের রানার আপ বাংলাদেশের ভাবনায় রয়েছে এই আসরও।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ