আজকের শিরোনাম :

চলতি বছরই মাঠে ফিরছে এএফসি ক্লাব কাপ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ২২:৩৪

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্থগিত থাকা এএফসি কাপ-২০২০ মাঠে ফেরার অপেক্ষায়। দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ভেন্যুর ব্যাপারটিও আছে ঝুলে। তবে এটা নিশ্চিত যে দক্ষিণ এশিয়া অঞ্চলের সংশ্লিষ্ট তিন দেশের যেকোনো একটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে হবে সবগুলো ম্যাচ।

মালদ্বীপের দুই, ভারতের এক আর বাংলাদেশের বসুন্ধরা কিংসকে নিয়ে গঠিত গ্রুপ এফ। ফেডারেশনের কর্মকর্তাদের সাথে এএফসির অনলাইন মিটিংয়ে ছিলেন এই তিন দেশের প্রতিনিধিরা। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের প্রতিনিধিরা মোটামুটি তিন দেশের নির্দিষ্ট একটি বা নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের ব্যাপারে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। এ বছরের মধ্যেই এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপ শেষ করতে আগ্রহী বলেও জানান সোহাগ। সেক্ষেত্রে প্রতিটি দলকে নতুন করে খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ দিবে এএফসি।

গত মার্চে মালদ্বীপের দল টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারিয়ে এএফসি কাপে শুভ সূচনা করে রেখেছে বসুন্ধরা কিংস।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ