আজকের শিরোনাম :

ক্রিকেট ফিরছে শ্রীলঙ্কায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২০, ২১:০৯

করোনাভাইরাসের আতঙ্ক কাটিয়ে অনুশীলনে ফিরতে যাচ্ছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। সোমবার থেকে সীমিত পরিসরে অনুশীলন শুরু করবে দেশটির পুরুষ ক্রিকেটাররা। রবিবার শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এক বিবৃতিতে এমনটা জানিয়েছে।

প্রথম ধাপে ১৩ ক্রিকেটার নিয়ে ১২ দিনের আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে। ক্যাম্প হবে কলম্বো ক্রিকেট ক্লাবে। তবে কোভিড-১৯ মহামারিতে সরকারের দেওয়া কঠোর বিধিনিষেধ মেনেই হবে অনুশীলন।

১৩ ক্রিকেটার নির্বাচনের ক্ষেত্রে সব ফরম্যাটে খেলেন এবং যারা বোলার তাদের প্রাধান্য দেওয়া হয়েছে। কারণ বড় বিরতির পর বোলারদের জন্যই ছন্দে ফেরাটা বেশি কঠিন।

ট্রেনিংয়ের দায়িত্বে থাকবেন ৪ জন। এর মধ্যে কোচ ও সাপোর্ট স্টাফদের ধরা হচ্ছে। প্রথম দিন খেলোয়াড়রা হোটেলে থেকেই ফিটনেস ট্রেনিং সারবেন। পরদিন থেকে শুরু হবে মাঠে অনুশীলন।

করোনাভাইরাসের কারণে অন্যান্য দেশের মতো মার্চের পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে শ্রীলঙ্কায়। তবে শুরু থেকেই দেশটি করোনা পরিস্থিতি বেশ ভালোভাবে সামাল দিয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে তাই করোনা সংকট কাটিয়ে ওঠায় বেশ ভালো অবস্থানে শ্রীলঙ্কা।

তবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ স্থগিত করতে হয়েছে তাদের। জুলাইয়ে ভারতীয় দলের শ্রীলঙ্কা সফর করার কথা। বাংলাদেশকেও আতিথ্য দেওয়ার কথা শ্রীলঙ্কার। যা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শ্রীলঙ্কা তৈরি থাকতে চাইছে। তার এ জন্যই নেমে পড়ছে অনুশীলনে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ