আজকের শিরোনাম :

অস্ট্রেলিয়ায় দিবারাত্রি টেস্ট খেলবে ভারত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২০, ১৭:৪৪

চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হবার কথা আছে ভারত-অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ। করোনাভাইরাসের কারণে পূর্বনির্ধারিত হাই-ভোল্টেজ সিরিজটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।

 তবে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত করেছে, সঠিক সময়ই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া সাদা পোশাকের লড়াই। যদিও দুই বোর্ড থেকে এখনও কিছু নিশ্চিত করা হয়নি।

চার টেস্টের মধ্যে একটি টেস্ট হবে ফ্লাড-লাইটের আলোয়। অ্যাডিলেড ওভালে দেশের বাইরে ভারতের প্রথম গোলাপি বলের টেস্টের ভেন্যু। এর আগেই বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেনসে দিবারাত্রির টেস্টে অভিষেক হয়েছিল ভারতের।

দুই দেশের দুই কিংবদন্তি অ্যালান বর্ডার এবং সুনীল গাভাস্কারের নামে সিরিজের নামকরণ করা হয়েছে ‘বর্ডার–গাভাস্কার সিরিজ’। ৩ ডিসেম্বর দ্যা গ্যাবায় শুরু হবে প্রথম টেস্ট।

বাংলাদেশের বিপক্ষে ইডেন টেস্টের পর থেকেই অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্ট আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছিল। অজি কাপ্তান টিম পেইন চাচ্ছিলেন খুব করেই, ভারত তাদের বিরুদ্ধে খেলুক কৃত্রিম আলোয়। অন্যদিকে ভারতীয় কাপ্তান বিরাট কোহলি আকার-ইংগিতে বোঝাচ্ছিলেন, তারা এখনও প্রস্তুত না।

লড়াইটা কোহলি-স্মিথের। লড়াইটা উপমহাদেশের বাইরে ভারতের শক্তিমত্তা প্রমাণের প্লাটফর্ম। অস্ট্রেলিয়ায় স্বাভাবিকভাবেই সিরিজটাকে দিচ্ছে বাড়তি গুরুত্ব। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে এক টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। যেটা আদৌতে ভারত সিরিজের প্রস্তুতিই।

বর্ডার – গাভাস্কার সিরিজ সূচি: 

প্রথম টেস্ট: দ্যা গ্যাবা, ৩ ডিসেম্বর
দ্বিতীয় টেস্ট: (দিবারাত্রির): এডিলেড ওভাল, ডিসেম্বর ১১
তৃতীয় টেস্ট: মেলবোর্ল ক্রিকেট গ্রাউন্ড, ডিসেম্বর ২৬
চতুর্থ টেস্ট: সিডনি ক্রিকেট গ্রাউন্ড, জানুয়ারির প্রথমার্ধে

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ