আজকের শিরোনাম :

সত্য বলার জন্যই অধিনায়কত্ব হারিয়েছিলাম: ইউনিস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২০, ২০:৫০ | আপডেট : ২৪ মে ২০২০, ২১:১২

কিছু দিন আগে পাকিস্তানের সাবেক পেসার রানা নাভিদ-উল-হাসান এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। বলেন, ইউনিস খান অধিনায়ক থাকা কালে কিছু সিনিয়র খেলোয়াড় ইচ্ছে করে খারাপ খেলতেন। রানা নাভিদের ওই বক্তব্য বেশ আলোড়ন ফেলে। যা নিয়ে এবার মুখ খুলেছেন ইউনিস নিজে।

সাবেক পাকিস্তানি অধিনায়কের কথায় রানা নাভিদের কথার সত্যতাই মিলেছে। গালফ নিউজকে ইউনিস বলেন, ‘জীবনে এমন কিছু মুহূর্তের মুখোমুখি হবেন আপনি যখন আপনি সত্যি বললে পাগল বলে বিবেচিত হবেন। আমার এটাই ভুল ছিল, আমি বলেছিলাম কিছু খেলোয়াড় দেশের জন্য সেরাটা দিচ্ছে না।’  

২০০৯ সালে ইউনিসের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় করে পাকিস্তান। কিন্তু এরপর ছয় মাসের মধ্যে নেতৃত্ব হারাতে হয়েছিল তাকে। তবে ৪২ বছর বয়সী এই কিংবদন্তি পাকিস্তানের হয়ে ২০১৭ সাল পর্যন্ত খেলে গেছেন।

গ্রুপিং করা সেই খেলোয়াড়রা পরে অনুশোচনায় ভুগেছেন বলে মন্তব্য করেন ইউনিস। বলেন, ‘খেলোয়াড়েরা পরে এ নিয়ে অনুশোচনা করেছে। আমরা কিন্তু এরপর বহুদিন একসঙ্গেই খেলেছি। আমি জানতাম কোনো ভুল করিনি। বাবা সব সময় সত্য বলতে ও বিনয়ী থাকতে শিখিয়েছেন।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ