আজকের শিরোনাম :

চুক্তির পর দল থেকেও বাদ হাসান আলী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২০, ১৭:৫৮

দারুণ সম্ভাবনাময় পেসার হাসান আলী। শুরুটা তার দুর্দান্ত কেটেছে জাতীয় দলের হয়ে। তবে নিজেকে ধরে রাখতে পারেননি সমান ভাবে। এর সঙ্গে যোগ হয় চোট। তার খেসারত চুক্তি থেকে বাদ পড়া।

চোটের কারণে ছিটকে যেতে হলো লম্বা সময়ের জন্য। যেন মড়ার ওপর খাঁড়ার ঘা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পর দল থেকেই বাদ পড়তে হলো চোটের জন্য।

২০১৯ সালে পিঠে চোট পাবার পর টানা তিন মাস খেলতে পারেননি। এই সময়ে কাজ করেছেন সেরে ওঠার জন্য। সেরেও উঠেছিলেন হাসান আলী। ক্রিকেটে ফিরেছিলেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) দিয়ে।

খেলতে গিয়ে আবারও  ব্যথা পান পুরনো চোটে। তাই আবারও ছিটকে পড়তে হলো তাকে। এবার অন্তত ৬ মাস থাকতে হবে ক্রিকেটের বাইরে।

এর জন্য যেতে হতে পারে অস্ত্রোপচারের টেবিলেও। তবে সেটি পিসিবির পর্যবেক্ষণ শেষে। করোনাভাইরাসের জন্য এমনিতেই থেমে আছে ক্রীড়াঙ্গন। এর থেকে কবে পরিত্রাণ পাবে বিশ্ব, কবে আবার খেলা গড়াবে মাঠে। ব্যপারটা বেশ চিন্তায় ফেলে দিলো নিশ্চয় ২৫ বছর বয়সী এই পেসারকে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ