আজকের শিরোনাম :

স্পিনে বিধ্বস্ত প্রোটিয়ারা, দিনশেষে চালকের আসনে লঙ্কানরা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৮, ১৯:০৪

ঢাকা, ১৩ জুলাই, এবিনিউজ : দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট এখন ফলাফলের অপেক্ষায়। যদি না অলৌকিক কিছু না ঘটায় দক্ষিণ আফ্রিকানরা।

বৃহস্পতিবার গলে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক দল। ব্যাটিংয়ে নেমে হতাশ হওয়া ছাড়া আর কিছুই ছিলোনা লঙ্কান ব্যাটিং লাইন আপে। এর মাঝেও আলো ছড়াচ্ছিল ওপেনার দ্বিমুথ করুণারত্নে।

লঙ্কানদের বাকি দশ ব্যাটসম্যান মিলে করেছিল ১১৭ রান। করুণারতেœ সেখানে একাই করেন ১৫৮ রান। সব উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ দাঁড়ায় ২৮৭ রান।

প্রথম দিনে ব্যাট করতে নেমে ৪ রানে ১ উইকেট দিয়ে আসে প্রোটিয়ারা। দ্বিতীয় দিনে ব্যাটিং করতে নেমে মুড়িমুড়কির মত উইকেট দিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকানরা। মাত্র ৫৪ ওভার ব্যাটিং করে ১২৬ রানেই অল আউট!

লঙ্কানদের হয়ে ৪ উইকেট নেন দিলরুয়ান পেরেরা। ৩ উইকেট নেন অধিনায়ক সুরাঙ্গা লাকমল। ১৬১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিক দল দ্বিতীয় দিন শেষে ১১১ রান নিয়েছে ৪ উইকেটে। প্রথম ইনিংসের ১৬১ আর দ্বিতীয় ইনিংসের ১১১ রান মিলে প্রোটিয়াদের সামনে লিড় এখন ২৭২ রানের।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ