আজকের শিরোনাম :

গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি: মাশরাফি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ১৮:০৬

বাংলাদেশের সাবেক অধিনায় মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, করোনাভাইরাস প্রমাণ করল গোলাবারুদের চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি। নিজের ব্যক্তিগত ফেসুবক ওয়াল থেকে একটি পোস্টে এমন কথা লিখেন ম্যাশ।

যুদ্ধের পেছনে কাড়ি কাড়ি অর্থ খরচ করে বিশ্ব। পারমাণবিক বোমা তৈরি, যুদ্ধ বিমান কেনার প্রতিযোগিতায় বাজেটের বড় অংশ বরাদ্দ থাকে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর। করোনা-যুদ্ধে মানুষকে বাঁচাতে মানুষ লড়ছে শুধু ভালোবাসার শক্তি দিয়ে। জমানো সব গোলাবারুদ এখানে ঠুনকো। কিছুদিন আগেই সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের অধিনায়ক মাশরাফী যেন এই আপ্তবাক্যটিই মনে করিয়ে দিলেন।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নিজ এলাকার মানুষের সাহায্য-সহযোগিতা করছেন নানা উপায়ে। নিম্ন আয়ের সংকটে পড়া মানুষদের দিচ্ছেন খাদ্যদ্রব্য। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চিকিৎসাসেবা। নিজের প্রতিষ্ঠিত ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’র সহায়তায় তিনি নিজ এলাকায় গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ মেডিকেল টিম। অ্যাম্বুলেন্স নিয়ে যারা রোগীর বাড়িতে গিয়ে দিয়ে আসছেন প্রয়োজনীয় চিকিৎসা।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ