আজকের শিরোনাম :

ভারতীয় বোর্ডের কাছে সবাই নতজানু, বোমা ফাটালেন ক্লার্ক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২০, ০০:৩৬

করোনাভাইরাস পরিস্থিতিতে আপাতত স্থগিত রয়েছে ক্রিকেটের সবথেকে ব্যয়বহুল ঘরোয়া আসর আইপিএল। এই আসরের দাপটের কথা জানান দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। ২২ গজের লড়াইয়ে অজি ক্রিকেটারদের স্লেজিং-টেকনিক আলোচিত বিষয়। তবে গোটা বিশ্বের বিরুদ্ধে অজি স্লেজিং যেভাবে দেখা যায়, ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে সেভাবে দেখা যায় না। এর কারণ নাকি আইপিএল! ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তাই বললেন মাইকেল ক্লার্ক।

'আর্থিকভাবে ভারতের ক্রিকেট বোর্ড কতটা শক্তিশালী, তা প্রত্যেকেরই জানা। আমার মনে হয়, অস্ট্রেলিয়া-সহ প্রায় সব ক্রিকেট বোর্ডই কিছুটা হলেও ভারতকে খুশি রাখতে চায়। কোহলি বা অন্য ভারতীয় তারকাদের স্লেজ করতে সবাই ভয় পায়, কারণ এপ্রিলে ওদের সঙ্গেই আইপিএল খেলতে হবে।' বলছিলেন ক্লার্ক।

এই প্রসঙ্গে, সম্প্রতি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের কথা মনে করিয়ে দেন প্রাক্তন অজি অধিনায়ক। তিনি বলেন, অজি ক্রিকেটাররা ভারতীয়দের স্লেজ করতে রাজি হননি। হয়তো ভাবছিল, কোহলিকে স্লেজ করব...ও যদি বেঙ্গালুরুর জন্য আমায় না বাছে। আমিও তো ৬ সপ্তাহে ১০ লাখ মার্কিন ডলার আয় করতে চাইব।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ