আজকের শিরোনাম :

করোনায় প্রাণ গেল পাকিস্তানের কিংবদন্তী খেলোয়াড়ের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ১৭:৫৮

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাকিস্তানের কিংবদন্তি স্কোয়াশ খেলোয়াড় আজম খান। গত সপ্তাহে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে লন্ডনের ইলিং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর পরীক্ষায় তার শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ৯৫ বছর বয়সী আজম খানের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত চারবার ব্রিটিশ ওপেন জেতেন আজম খান। শুধুমাত্র পাকিস্তানের নয়, আজম খানকে বিশ্বের সর্বকালের সেরা স্কোয়াশ খেলোয়াড়দের একজন হিসেবে বিবেচনা করা হয়।

১৯৬২ সালে জীবনের সব থেকে বড় ধাক্কা খান আজম খান। তার ১৪ বছরের ছেলে মারা যায়। এই ধাক্কা সামলে উঠলেও কেরিয়ারের শেষদিকে চোটে জর্জরিত হয়ে পড়েন। আর তাই আগে ভাগেই অবসর ঘোষণা দেন। ১৯৫৬ সাল থেকেই ব্রিটেনে থাকেন আজম খান। জীবনের শেষের দিকে পাকিস্তানে ফেরার ইচ্ছা থাকলেও আর ফিরতে পারেননি এই কিংবদন্তি।

এদিকে ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটিতে বুধবার পর্যন্ত ২৫ হাজার ১৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ হাজার ৭৮৯ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ