আজকের শিরোনাম :

আইসিসি টি-২০ র‌্যাংকিং: তিন নম্বরে উঠে এলো লোকেশ রাহুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০১৮, ১৮:৪০

ঢাকা, ০৯ জুলাই, এবিনিউজ : টি-২০ সিরিজ জিতে ইংল্যান্ড সফর শুরু করো কোহলি বাহিনী৷ সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ে প্রথমবার তিন নম্বরে উঠে এসেছে লোকেশ রাহুল৷ প্রথম দু’য়ে রয়েছেন যথাক্রমে অ্যারন ফিঞ্চ এবং ফখর জামান৷

তিন ম্যাচের সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের দু’টি সেঞ্চুরি৷ প্রথম ম্যাচে সেঞ্চুরি করে দলকে জিতিয়েছিলেন রাহুল৷ গতকাল রবিবার তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে ম্যাচ ও সিরিজ জেতান রোহিত শর্মা৷ তিন ম্যাচের সিরিজ ২-১ জিতে নেয় কোহলি অ্যান্ড কোং৷ প্রথম ম্যাচে ১০১ রানের ইনিংস খেলে ৮৫৪ পয়েন্ট নিয়ে ব়্যাংকিংয়ে এগিয়ে যান রাহুল৷ কিন্তু পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় (৬ ও ১৯) তার পয়েন্ট কমে হয় ৮১২৷ তবুও ৯ ধাপ এগিয়ে প্রথমবার তিন নম্বরে উঠে এলেন রাহুল৷

অস্ট্রেলিয়ার নতুন টি-২০ ক্যাপ্টেন ফিঞ্চ জিম্বাবোয়েতে সদ্যসমাপ্ত ত্রিদেশীয় দারুণ ব্যাটিং করে টি-২০ ব়্যাংকিংয়ে এক নম্বরে উঠে এলেন৷ এই সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৭২ রানের ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েন অজি ওপেনার৷ শুধু তাই নয়, সর্বোচ্চ রানের ইনিংস গড়ার পাশাপাশি বিশ্বের প্রথম ব্যাটসম্যান আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটে ৯০০ পয়েন্ট মার্ক স্পর্শ করেন ফিঞ্চ৷

ত্রিদেশীয় সিরিজে পাক ব্যাটসম্যান জামান কেরিয়ারের সেরা ইনিংস খেলে আইসিসি ব়্যাংকিংয় দু’ নম্বরে উঠে আসেন৷ ৪৬ বলে ৯১ রানের দুরন্ত ইনিংস খেলেন বাঁ-হাতি পাক ব্যাটসম্যান৷ তাঁর ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৪ রান তাড়া করে ম্যাচ জেতে পাকিস্তান৷ টুর্নামেন্টে ৬১, ৬, ৪৭, ৭৩ এবং ৯১ রানের ইনিংস খেলে ৪৪ ধাপ এগিয়ে একেবারে দু’ নম্বরে উঠে এলেন জামান৷

এবিএন/ফরিদুজ্জামান/জসিম/এফডি

এই বিভাগের আরো সংবাদ