আজকের শিরোনাম :

ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে মুশফিক-মাশরাফী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫৩

ঢাকা প্রিমিয়ার লিগে দলবদলের আনুষ্ঠানিকতা এখনো শুরু না হলেও, ঘর গুছিয়ে ফেলেছে প্রায় সবগুলো ক্লাব। প্রথমবারের মতো ঢাকা আবাহনীতে খেলবেন মুশফিকুর রহিম। আর মাশরাফীর ঠিকানা এবার শেখ জামাল ধানমন্ডিতে।

বরাবরের মতোই বেশ শক্তিশালী দল গড়েছে আবাহনী লিমিটেড। মুশি ছাড়াও দলে আছেন লিটন, সাইফউদ্দিন, শান্ত, আফিফ, সৈকত, তাইজুলদের মতো তারকা ক্রিকেটার। বাদ যাননি হালের নাঈম শেখ, বিপ্লব, তানজিম সাকিবরাও। 

ধানমন্ডির আরেক ক্লাব শেখ জামাল শিবিরে ম্যাশের সঙ্গে যোগ দিয়েছেন সোহান, নাসির, জিয়া, ইমরুল, এবাদতরা। গাজী গ্রুপে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য, মুমিনুল, হাসান মাহমুদ এবং সঞ্জিত সাহা। 

প্রাইম ব্যাংকে খেলবেন জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। তার সতীর্থ হচ্ছেন এনামুল হক বিজয়, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমানরা।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজার আরোয়ারুল ইকবাল মিতু বলেন, মাশরাফী শুধু আমাদের লোকাল লীগ না, বিপিএল যতোবার খেলেছ অনেকবার সে চ্যাম্পিয়ন হয়েছে। ওটা মাথায় নেই নি। আমাদের টীমের প্রয়োজনে এছাড়া মাশরাফী টীমে থাকলে অন্যান্যরাও চাঙ্গা হয়ে খেলে যে কারণে তাকে নেওয়া।

আবাহনী লিমিটেডের ম্যানেজার শেখ মাসুদ ইকবাল মামুন বলেন, একটা চ্যাম্পিয়ন টিম গঠন করতে গেলে চ্যাম্পিয়ন খেলোয়াড়ই দরকার। সেকারণেই মুশফিককে দিয়ে আমরা দল গঠন করেছি। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ