বিশ্বচ্যাম্পিয়ন ৯ যুবা পেলেন লাখ টাকার উপহার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৬

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেই শিরোপা জিতেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনালে ভারতকে হারিয়ে বিশ্বকাপ জিতে বাংলাদেশের যুবারা। যাদের হাত ধরে এই বিশ্বকাপ শিরোপা এসেছে সে যুব দলের নয়জনই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে প্রশিক্ষণ প্রাপ্ত।

যুবা টাইগারদের এমন অর্জনে বিকেএসপির এই নয় শিক্ষার্থীকে উক্ত প্রতিষ্ঠান থেকে সংবর্ধনা ও ১ লাখ টাকার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিকেএসপি'র হল রুমে বিকেএসপি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ হাসান রাসেল।

সংবর্ধনা প্রাপ্ত যুব খেলোয়াড়রা হলেন- অনূর্ধ্ব ১৯ যুব দলের অধিনায়ক আকবর আলী, হাসান মুরাদ, শামীম হোসেন পাটোয়ারী, পারভেজ হোসেন ঈমন, প্রান্তিক নওরোজ নাবিল, মাহমুদুল হাসান, তানজিব হাসান সাকিব, শাহিন আলম ও আশরাফুল হোসেন সিয়াম।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বিকেএসপির পক্ষ থেকে সংবর্ধিত প্রত্যেককে ক্রেস্ট, বিকেএসপির ব্লেজার ও ১ লাখ টাকা করে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ