আজকের শিরোনাম :

কোহলিকে টপকে শীর্ষে স্মিথ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১ | আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩

টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিরাট কোহলি-স্টিভেন স্মিথের লড়াইটা যেন বেশ জমে উঠেছে। সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে একজন এগিয়ে যাচ্ছেন তো আরেকজন কয়েক সপ্তাহের মধ্যে তাকে নামিয়ে উঠে যাচ্ছেন চূড়ায়। চলতি সপ্তাহে যেমন আরও একবার দুজনের র‍্যাঙ্কিংয়ে অদল-বদল হয়েছে। সেখানে ভারতীয় অধিনায়ক কোহলিকে দুই নম্বরে নামিয়ে টেস্টের সেরা ব্যাটসম্যানের র‍্যাঙ্কিংয়ে আরও একবার শীর্ষে উঠলেন অস্ট্রেলিয়ার স্মিথ।

শীর্ষে উঠতে স্মিথকে কিছুই করতে হয়নি। যা করার কোহলিই করেছেন। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসে করেছেন ২ ও ১৯। দল হেরেছে ১০ উইকেটের বড় ব্যবধানে। নিজের ব্যাটিংয়ে দুর্দশা ও আর দলের হারে গুরুত্বপূর্ণ রেটিং পয়েন্ট হারিয়েছেন ভারত অধিনায়ক। স্মিথের সঙ্গে তার পয়েন্ট ব্যবধান এখন ৫। ৯১১ পয়েন্ট স্মিথের, কোহলির ৯০৬।

ওয়েলিংটনে ৮৯ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছিলেন কেন উইলিয়ামসন। তার সুফল পাচ্ছেন র‍্যাঙ্কিংয়ে। ৮৫৩ পয়েন্ট নিয়ে স্মিথ-কোহলির পরেই নিউজিল্যান্ড অধিনায়কের নাম। ৮২৭ পয়েন্টে চারে আরেক অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। পাঁচে পাকিস্তানের বাবর আজম।

জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। অপরাজিত ২০৩ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন এ ব্যাটসম্যান, ৬৫৫ রেটিং পয়েন্টে উঠে এসেছেন সেরাদের ২০ নম্বর স্থানে।

একই টেস্টে ১৩২ রানের ইনিংস খেলে পাঁচ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সাদা পোশাকের অধিনায়ক মুমিনুল হক। তার র‍্যাঙ্কিং এখন ৩৯।

তবে বড় লাফ দিয়েছেন নাঈম হাসান। দুই ইনিংসে ৯ উইকেট শিকারে ২৯ ধাপ এগিয়ে বোলারদের ৩৮ নম্বর র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন এ অফস্পিনার। ১১ ধাপ এগিয়ে ৪৬ নম্বর স্থানে আছেন টাইগার পেসার আবু জায়েদ রাহি। ৯০৪ রেটিং নিয়ে বোলারদের সেরা স্থানে যথারীতি প্যাট কামিন্স।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ