আজকের শিরোনাম :

চেলসিকে হারিয়ে কোয়ার্টারে এক পা দিয়ে রাখল বায়ার্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৭

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে করে আসা একটি গোলও অনেক সময় প্রমাণিত হয় মহামূল্যবান হিসেবে। সেখানে অ্যাওয়ে ম্যাচে ৩ গোল করে নিজেদের ঘরে ফিরেছে বায়ার্ন মিউনিখ। বিপরীতে হজম করেনি একটিও। ফলে শেষ ষোলোর বাধা টপকে বায়ার্নের কোয়ার্টার ফাইনালে পৌঁছানো প্রায় নিশ্চিতই বলা চলে।

নিজেদের ঘরের মাঠেই বায়ার্নের কাছে ৩ গোল হজম করেছে চেলসি। ফলে দ্বিতীয় লেগে বায়ার্নের মাঠ থেকে অন্তত ৪ গোলের জয় পেতে হবে ফ্রাঙ্ক ল্যামপার্ডের শিষ্যদের। চ্যাম্পিয়নস লিগে যা বেশ কষ্টসাধ্যই বটে।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি বায়ার্ন। গোলমুখে দুটি শট নিলেও গোলের দেখা পায়নি চেলসিও।

একাধিক সেভ করেও চেলসিকে ম্যাচে রাখা গোলরক্ষক উইলি কাবাইয়ারো দ্বিতীয়ার্ধে আর পারেনি। ৫১তম মিনিটে রবের্ত লেভানদভস্কির বাড়ানো ক্রস থেকে বায়ার্নকে এগিয়ে নেন সের্গি জিনাব্রি। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

ম্যাচজুড়ে দারুণ আলো ছড়ানো লেভানদোভস্কি জালে দেখার পান ৭৬তম মিনিটে। ৩-০ গোলে এগিয়ে যায় বায়ার্ন।

আগামী ১৮ মার্চ আলিয়াঞ্জ অ্যারেনায় হবে ফিরতি লেগ। শেষ দিকে নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্কোস আলোনসো লালকার্ড পাওয়ায় কোয়ার্টার ফাইনালের পথ আরও কঠিন হয়ে গেছে চেলসির।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ