আজকের শিরোনাম :

শচীনকে ‘সু-চ্চি-ন’ বলে ট্রলের শিকার ট্রাম্প

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪১

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ভারতে অবস্থান করছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ভারতে আসেন তিনি। এই সফরে গুজরাটের আহমেদাবাদে নবনির্মিত বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম সর্দার প্যাটেল স্টেডিয়ামের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানের পর দেওয়া এক ভাষণে ভারতের দুই ক্রিকেট তারকা শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলির নাম উচ্চারণ করেন ট্রাম্প। তবে শচীনের নাম ঠিকমতো উচ্চারণ করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট, যা নিয়ে ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই প্রেসিডেন্ট।

মতেরার নতুন এই স্টেডিয়ামটি বর্তমানে ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। যেখানে একসঙ্গে ১ লাখ ১০ হাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও উপস্থিত ছিলেন। বক্তব্য প্রদানকালে ট্রাম্প বলেন, ‘এটা হলো সেই দেশ যেখানে তোমরা বিশ্বের কয়েকজন শ্রেষ্ঠ ক্রিকেটারের নামে জয়ধ্বনি দাও। তারা হলো সুচ্চিন (শচীন) টেন্ডুলকার থেকে বিরাট কোহলি।’

মার্কিন প্রেসিডেন্টের মুখে দুই ক্রিকেট কিংবদন্তির নাম শোনার সঙ্গে সঙ্গে তুমুল করতালিতে ফেটে পড়ে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। তবে শচীনের নাম উচ্চারণ করার সময় বিপত্তি বাঁধান ট্রাম্প। তার উচ্চারণ অনেকটা ‘সু-চ্চি-ন’ এর মতো ছিল। এরপর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে যায়।

এমন ঘটনায় থেমে থাকেনি আইসিসিও। মজা করে তারা টুইটারে লেখে, ‘স্যাচ-সাচ-সুচ! কেউ কি জানে?’ এছাড়া অনেক ক্রিকেট ভক্তের কাছেই এমন উচ্চারণের জন্য ট্রলের শিকার হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ