আজকের শিরোনাম :

অধিনায়ক মুমিনুলের প্রথম টেস্ট সেঞ্চুরি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৫

টেস্ট অধিনায়ক হওয়ার পর বড় ইনিংসের দেখা পাননি মুমিনুল হক। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে সেই আক্ষেপ মিটিয়েছেন অবশেষে। বড় ইনিংস তো বটেই, অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ২৯০ রান। স্বাগতিকরা এগিয়ে আছে ২৯ রানে।

৯৬ রানে ব্যাট করতে থাকা মুমিনুল সেঞ্চুরি তুলে নেন ৮৩তম ওভারে। তিরিপানোর বল বাউন্ডারিতে ঠেলে দিয়ে পূরণ করেন ৯ম টেস্ট সেঞ্চুরি। 

দ্বিতীয় দিনের শেষ ভাগ থেকেই জুটি গড়ে এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। তৃতীয় দিন ২২তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। জুটি দাঁড়িয়েছে ১২২ রানে। মুশফিক ক্রিজে আছেন ৬১ রানে, মুমিনুল হক ১০২ রানে।

ক্যারিয়ারের প্রথম ১৪ ইনিংসে সেঞ্চুরি তিনটি। এর মধ্যে আছে ১৮১ রানে ডাবল সেঞ্চুরির কাছাকাছি যাওয়া ইনিংসও। মুমিনুল হকের টেস্ট ক্যারিয়ারের শুরুটা ছিল স্বপ্নময়। একটা সময় তাকে বলা হতো ‘বাংলাদেশের ব্র্যাডমান’। টেস্টে গড়টা ছিল ভীষণ ঈর্ষণীয়। ক্যারিয়ারের প্রথম ১০ ইনিংসে একবারও দুই অংকের নিচে আউট হননি, মুমিনুল হক মাঠে নামলেই কমপক্ষে ফিফটির আশা নিয়ে বসে থাকতেন সমর্থকরা।

সেই মুমিনুল ক্রমেই তার ঈর্ষণীয় টেস্ট গড় হারিয়েছেন। গত ১৪ মাসে একটি সেঞ্চুরিও পাননি। এই সময়ে ১৪ ইনিংসে হাফসেঞ্চুরি মোটে একটি। সেটা ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে হারা চট্টগ্রাম টেস্টে।

এর পর আরও ৭ ইনিংস পেরিয়েছে, সেঞ্চুরি তো পরের কথা ফিফটিও পাওয়া হয়নি মুমিনুলের। অবশেষে খারাপ সময় কাটিয়ে ওঠলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক। হাফসেঞ্চুরি তুলে সেটিকে পরিণত করলেন সেঞ্চুরিতেও। ১৪ ইনিংস পর তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁলেন দেশসেরা টেস্ট ব্যাটসম্যান।

সর্বশেষ মুমিনুলের ব্যাট থেকে সেঞ্চুরি ইনিংস এসেছিল ২০১৮ সালের নভেম্বরে। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছিলেন। ওই টেস্টটি জিতেছিল বাংলাদেশ। ম্যাচসেরা হন মুমিনুল।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ