আজকের শিরোনাম :

এল ক্লাসিকোর আগে রিয়ালের হার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:০৭

এক ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে চরম উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকো ম্যাচ। তার আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে। এ দুই কঠিন ম্যাচের আগে বড়সড় এক ধাক্কাই খেলো জিনেদিন জিদানের শিষ্যরা। স্প্যানিশ লা লিগায় লেভান্তের কাছে তারা হেরে গিয়েছে ০-১ গোলের ব্যবধানে। যা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নামিয়ে দিয়েছে স্পেনের রাজধানী শহরের দলটিকে।

ম্যাচের ১১ মিনিটে এগিয়ে যেতে পারত রিয়াল। কিন্তু গোলরক্ষক আইতর ফের্নান্দেসকে একা পেয়েও পরাস্ত করতে পারেননি করিম বেনজেমা। পরমুহূর্তে ইসকোর শটও ঠেকিয়ে দেন স্প্যানিশ এই গোলরক্ষক। ৫ মিনিট পর কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট হেডে হতাশ করেন কাসেমিরো। আর বিরতির খানিক আগে ডি-বক্সের মধ্যে দারুণ পজিশনে বল পেয়ে গোলরক্ষক বরাবর শট নেন অরক্ষিত লুকা মদ্রিচ।

দ্বিতীয়ার্ধেও একইভাবে আধিপত্য ধরে রাখে রিয়াল। কিন্তু বারবার আক্রমণের শেষ ধাপে গিয়ে তাদের খেই হারানোর দৃশ্য ছিল দৃষ্টিকটু। এর মাঝে ৬৭তম মিনিট বেশ বড় এক ধাক্কা খায় দলটি। আবারও চোট পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন দীর্ঘদিন পর কদিন আগে ফেরা এডেন হ্যাজার্ড।

প্রতিপক্ষের আক্রমণের ঝাপটা সামলে মাঝেমধ্যে পাল্টাআক্রমণে উঠছিল লেভান্তে। তেমনই অতর্কিত এক আক্রমণে ৭৯তম মিনিটে গোল আদায় করে নেয় তারা। সতীর্থের ডি-বক্সে বাড়ানো থ্রু বল প্রথম ছোঁয়ায় উচু জোরালো শটে ঠিকানা খুঁজে নেন হোসে মোরালেস।

দুই মিনিট পর সমতা টানার সুবর্ণ সুযোগ নষ্ট করেন বেনজেমা। বাঁ দিক থেকে ভিনিসিউস জুনিয়রের ছোট ডি-বক্সের মুখের বাড়ানো বলে আলতো টোকা দিয়েছিলেন ফরাসি ফরোয়ার্ড, স্লাইড ট্যাকলে প্রতিহত করেন ডিফেন্ডার গঞ্জালেস।

লিগের ২৫ ম্যাচ শেষে ১৫ জয় ও ৮ ড্রতে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১৭ জয় ও ৪ ড্রতে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ