আজকের শিরোনাম :

নোয়াখালীতে বিশ্বকাপজয়ী ইমনকে গণসংবর্ধনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৭

ব্যথা পেয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। উঠে দাঁড়ালেও তীব্র যন্ত্রণা নিয়ে যেতে হয়েছে মাঠের বাইরে। এরপর আবার দলের বিপদে নেমে পড়েছেন ব্যাট হাতে। খুঁড়িয়ে খুঁড়িয়েই ব্যাটিং করে অধিনায়ক আকবর আলীর সঙ্গে গড়ে তুলেছেন ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি। যুব বিশ্বকাপ ফাইনালে বীরত্বের এমনই এক দৃষ্টান্ত রেখেছেন ১৭ বছর বয়সী ওপেনার পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত খেলেছিলেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস।

বিশ্বকাপ বিজয়ী সেই পারভেজ হোসেন ইমন নিজ জন্মস্থান নোয়াখালীর বেগমগঞ্জে সবস্তরের ভালোবাসায় সিক্ত হলেন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ছয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়।

লায়ন ইসমাইল-ফিরোজ ফাউন্ডেশন আয়োজিত এ সংবর্ধনায় ইমনের সহপাঠী, আত্মীয় স্বজনসহ দূর দূরান্ত থেকে বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমী অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইমনকে ফুল ও ক্রেস্ট দেওয়া হয়। এর আগে এলাকার যুবক ও তরুণরা তাকে বিশাল মোটর শোভাযাত্রা সহকারে সংবর্ধনাস্থলে নিয়ে আসে।

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউপির ভবানী জীবনপুর গ্রামের সিরাজ বাবুলের ছেলে ইমন। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ