আজকের শিরোনাম :

বড় জয়ে শীর্ষেই রইল রিয়াল মাদ্রিদ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:০০

অ্যাটলেটিকো বিলবাওয়ের কাছে বার্সেলোনার পরাজয়ের পর থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এই শীর্ষস্থান ধরে রাখতে তাদের এখন প্রয়োজন শুধু নিজেদের সব ম্যাচে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া। সে মিশনে কোনো ভুল করছে না জিনেদিন জিদানের দল। রবিবার ওসাসুনার বিপক্ষে ৪-১ গোলের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। চলতি লিগে এটি তাদের টানা ৫ম জয়।

ম্যাচের শুরুর দিকে গোলরক্ষক থিবো কোর্তোয়ার দৃঢ়তায় বেঁচে যাওয়া রিয়াল পিছিয়ে পড়ে ১৪ মিনিটে। সতীর্থের কর্নার থেকে লক্ষ্যভেদ করেন উনাই গার্সিয়া। ৩ মিনিট পর গ্যারেথ বেলের প্রচেষ্টা বাইরের জাল কাঁপালে সমতায় ফেরার অপেক্ষা বাড়ে আগের লিগ ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে আসা রিয়ালের। ৫ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৩৩তম মিনিটে ইস্কোর দারুণ এক সাইড ভলিতে সমতার স্বস্তি ফেরে মাদ্রিদের দলটির তাঁবুতে।

৩৮তম মিনিটে কাসেমিরোর হেডের পর পোস্টের অপর প্রান্তে থাকা সার্জিও রামোস হেডেই রিয়ালকে এগিয়ে নেন।

৮৪তম মিনিটে করিম বেনজেমার বাড়ানো বল ধরে ডান পায়ের নিখুঁত শটে ব্যবধান আরও বাড়ান লুকাস ভাসকেস।

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফেদেরিকো ভালভেরদের আড়াআড়ি পাসে লুকা ইয়োভিচের নিখুঁত ভলি জাল খুঁজে পেলে বড় জয় নিশ্চিত হয়ে যায় রিয়ালের।

এ জয়ের পর ২৩ ম্যাচে ১৫ জয় ও ৭ ড্রতে রিয়ালের সংগ্রহ ৫২ পয়েন্ট। সমান ম্যাচ খেলে দুই নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ ৪৯।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ