আজকের শিরোনাম :

প্রথম ওভারেই অভিষেকের উইকেট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪১

দারুণ বোলিং করে বাংলাদেশ প্রথম সাফল্য পেল সপ্তম ওভারে। দিব্যানশ সাক্সেনাকে ফিরিয়ে দিলেন অভিষেক দাস। শরিফুল ইসলাম ও তানজিম হাসানের বলে রানের জন্য হাঁসফাঁস করতে থাকা সাক্সেনা চাপ আলগা করতে চেয়েছিলেন বাউন্ডারিতে। অভিষেকের অফ স্টাম্পে পরে বেরিয়ে যাওয়া বলে পয়েন্ট নিয়ে চার মারতে চেয়েছিলেন ভারতীয় ওপেনার। টাইমিং করতে পারেননি, ধরা পড়েন পয়েন্টে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ভারতীয় যুবাদের সংগ্রহ ১ উইকেটে ৯ রান। এ সাত ওভারের মধ্যে ৩টিই ছিল মেইডেন। নিজের করা ৩ ওভারে মাত্র ১ রান খরচ করেছেন সাকিব। সেটিও এসেছে অতিরিক্ত বাউন্সের কারণে দেয়া ওয়াইড থেকে।

এবারের যুব বিশ্বকাপে অবশ্য বাংলাদেশ-ভারত দুটি দলই অপরাজিত। তবে আজ একটি দলকে হার মানতেই হবে। বিজয়ী দল হবে অপরাজিত চ্যাম্পিয়ন। ম্যাচটি যেহেতু ফাইনাল, সেহেতু উত্তেজনার পারদও আকাশচুম্বী। আর লড়াইটাও হবে হাড্ডাহাড্ডি।

দলে আজকে প্রত্যাশিত একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। হাসান মুরাদের জায়গায় এসেছেন অভিষেক দাস। ভারতীয় দল অপরিবর্তিত।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ