আজকের শিরোনাম :

ভেরোনায় ধরাশায়ী জুভেন্টাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৫

গোলশূন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে নিলেন দারুণ ছন্দে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ব্যবধান ধরে রাখতে পারল না জুভেন্টাস। শেষ দিকে হজম করল দুই গোল। উজ্জীবিত পারফরম্যান্সে শিরোপাধারীদের ২-১ গোলে হারিয়ে দিল হেল্লাস ভেরোনা।

ভেরোনার বিপক্ষে করা গোলটি সিরি আ’তে রোনালদোর টানা দশম ম্যাচে গোল। যা কি না জুভেন্টাসের ইতিহাসে রেকর্ড। এর আগে আর কোনো খেলোয়াড় জুভেন্টাসের হয়ে টানা ১০ ম্যাচে গোল করতে পারেননি। তবে লিগের ইতিহাসের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে রোনালদো।

১৯৯৪-৯৫ মৌসুমে ফ্লোরেন্সের হয়ে আর্জেন্টাইন গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং গত মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ফাবিও কাগলিয়ারেলা টানা ১১ ম্যাচে গোল করেছিলেন। পরের ম্যাচে গোল পেলেই এ রেকর্ডে উঠে যাবে রোনালদোর নাম। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর।

অবশ্য রোনালদো রেকর্ড গোল করলেও, শনিবার ভেরোনার বিপক্ষে গোল পায়নি জুভেন্টাসের আর কেউ। যে কারণে হারতেই হয়েছে ম্যাচটি। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচে, দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় গোলের তালা ভেঙেছিলেন রোনালদোই। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

ঘরের মাঠে দারুণ খেলতে থাকা ভেরোনা গোল খেয়েও দমে যায়নি। বরং ১১ মিনিট পর দলকে সমতায় ফেরান ফাবিও বোরিনি। আর এর দশ মিনিট পর ডি-বক্সের মধ্যে লিওনার্দো বনুচ্চি হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভেরোনা। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন গিয়ামপাওলো পাজ্জিনি।

এ পরাজয়ের পরেও অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। ২২ ম্যাচে ১৭ জয় ও ৩ ড্রতে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। তবে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার মিলান বেশ ভালোভাবেই চোখরাঙানি দিচ্ছে তাদের। ২২ ম্যাচে ইন্টারের ঝুলিতে রয়েছে ৫১ পয়েন্ট।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ