আজকের শিরোনাম :

এশিয়া কাপের পুনরাবৃত্তি না কি নতুন ইতিহাস

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫২

ক্রিকেটে ভারতের কাছে বারবারই স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের। দুই এশিয়া কাপের ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, নিদহাস ট্রফির ফাইনাল ও ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল; বারবারই সাকিব-তামিমদের থেমে যেতে হয়েছে ভারতের কাছে হেরে।

সিনিয়রদের মতো জুনিয়র টাইগাররাও পেরোতে পারেনি ভারত বাধা। সর্বশেষ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে নাটকীয়ভাবে হেরে শিরোপা বঞ্চিত হয়েছে বাংলাদেশের যুবারা।

শ্রীলঙ্কায় এশিয়া কাপের সে ফাইনালে মৃত্যুঞ্জয় চৌধুরী ও শামিম হোসেনদের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি ভারত। মাত্র ১০৬ রানে গুটিয়ে যায় তারা। মৃত্যুঞ্জয় ও শামিম দুইজনই তুলে নেন ৩টি করে উইকেট। তবে ভারতের দেওয়া এ মামুলি লক্ষ্যও টপকাতে পারেনি আকবর আলীরা। শিরোপা থেকে ৫ রান দূরে থাকতে ১০১ রানেই অলআউট হয়ে যায় তারা।

ইতিহাস গড়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে প্রতিপক্ষ ভারত। আবারও ভারতের কাছে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হবে না কি ভারতকে হারিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করবে যুবারা- এ প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে কাল পর্যন্ত।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ