আজকের শিরোনাম :

বিশ্বকাপ জয়ের পরিকল্পনা জানালেন অধিনায়ক আকবর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২৩:২৯

প্রতিযোগিতার অন্য দেশগুলোর কাছে হতে পারে কেবলই বয়সভিত্তিক দলের বিশ্বকাপ; তবে তা বাংলাদেশের কাছে ‌‘বিশ্বকাপের ফাইনাল’। তাই তো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে স্বপ্ন বুনছে গোটা দেশ। কারণ প্রথমবারের মতো বৈশ্বিক কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনাল নিশ্চিত করে যুবা টাইগাররা। এবার শিরোপা নির্ধারণী ম্যাচ। যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। রবিবার (৯ ফেব্রুয়ারি) পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় মাঠে গড়াবে ম্যাচটি। খেলাটি সরাসরি দেখা যাবে গাজী টিভি ও স্টার স্পোর্টস-৩তে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন ভারত। শুধু তাই নয়, বর্তমান চ্যাম্পিয়নও তারা। শক্তিশালী দলটির বিপক্ষে কেমন হবে টাইগারদের পরিকল্পনা- ঐতিহাসিক ফাইনালের আগের দিন তা জানিয়েছেন যুবা টাইগার কাপ্তান আকবর আলী।

টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলে আসছে বাংলাদেশ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ফাইনালে ওঠার আগ পর্যন্ত অপরাজিত তারা। ফাইনাল ম্যাচটিকে অন্য সকল ম্যাচের মতোই দেখছেন অধিনায়ক আকবর। আকবর জানালেন- এই ম্যাচকে আর আট-দশটি ম্যাচের মতোই নেবেন ক্রিকেটাররা।

আকবর বলেন, ‘আমাদের ফাইনাল ম্যাচ জিততেই হবে বা বিশ্বকাপ নিতেই হবে- এরকম চিন্তা করলে হয়তো চাপ কাজ করবে। আমরা চেষ্টা করছি- পুরো টুর্নামেন্ট যেভাবে প্রতিটি ম্যাচকে নরমাল গেম হিসেবে নিয়েছি, ফাইনালটাকেও সেভাবে নরমাল গেম হিসেবেই নেওয়ার চেষ্টা করব।’

বাংলাদেশের মতো এখন পর্যন্ত অপরাজিত ভারত। তাই তো টিম ইন্ডিয়ার যুবাদের হারের স্বাদ দেওয়া চাট্টিখানি কথা নয়। আকবর বলেন, ‘ভারত দুর্দান্ত একটি দল। তাদের ব্যাটিং-বোলিং দুটো ডিপার্টমেন্টই খুব ভালো। টুর্নামেন্টে অপরাজিত রয়েছে, আমরাও অপরাজিত রয়েছি। আশা রাখি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে।’ নিজেদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে অধিনায়ক বলেন, ‘আমরা তাদের নিয়ে যে পরিকল্পনাগুলো সাজিয়েছি সেগুলো যদি মাঠে কাজে লাগাতে পারি, তাহলে ইনশাআল্লাহ ফলাফল আমাদের পক্ষেই আসবে।’

নিজের দলের ওপর যথেষ্ট আস্থা আছে অধিনায়কের। এবার শুধু তাই মাঠের লড়াইয়ের অপেক্ষা। আকবর বলেন, ‘যদি আমাদের দলের কথা বলি, ব্যাটিং ও বোলিং দুই বিভাগই ভালো। টপ অর্ডাররা রানে আছে, বোলাররা উইকেট নিচ্ছে, ভালো ইকোনোমিতে বলও করছে।’ ভারতের বিপক্ষে একই প্রয়োগ ঘটাতে করতে পারলে ফল পক্ষে আসবে বলে আশাবাদ আকবরের।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ