আজকের শিরোনাম :

ফিঞ্চের তান্ডবে উড়ে গেলো জিম্বাবুয়ে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ২১:১৩

ঢাকা, ০৩ জুলাই, এবিনিউজ : আগের ম্যাচেই তান্ডব চালিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে।  আজ আবার চালিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সাথে ভেঙ্গে ফেললেন নিজের রেকর্ড।টি-টুয়েন্টি সংস্করণে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস (১৫৬) এসেছিল তার ব্যাটেই। মঙ্গলবার সেটিকে ছাড়িয়ে খেললেন ১৭২ রানের টর্নেডো ইনিংস। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে অ্যারন ফিঞ্চের রেকর্ডের পর অস্ট্রেলিয়া জিতেছে ১০০ রানের বড় ব্যবধানে।

আজ আগে টসে হেরে ব্যাট করতে নেমে ২ উইকেটে ২২৯ রান তোলে অস্ট্রেলিয়া।  বিস্ফোরক ইনিংস খেলে লেখেন ব্যক্তিগত ইনিংসের আরেকটি ইতিহাস। জিম্বাবুয়ের বোলারদের কচুকাটা করে মাত্র ৭৬ বল মোকাবেলায় করেন ১৭২ রান। ১৬টি চার ও ১০টি ছক্কায় সাজানো ইনিংস এই হার্ডহিটারের।

টি-টুয়েন্টিতে দ্বিতীয় সেরা ১৫৬ রানের ইনিংসটিও ছিল এ ডানহাতি ব্যাটসম্যানেরই। ২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন। পাঁচ বছর ব্যবধানে নিজের রেকর্ড নতুন করে লিখলেন অজি ওপেনার।

টস হেরে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া ২ উইকেটে ২২৯ রান করে। যেখানে আরেকটি বিশ্বরেকর্ড হয়েছে। ওপেনিংয়ে ডি আর্চি শর্টকে নিয়ে ২২৩ রানের জুটি গড়েছেন ফিঞ্চ। টি-টুয়েন্টিতে যেকোনো উইকেটে এটিই সর্বোচ্চ রানের জুটি। শট করেন ৪২ বলে ৪৬ রান।

পাহাড়সম রান তাড়া করতে নেমে ২০ ওভার ব্যাট করেও ১২৯ রানের বেশি তুলতে পারেনি জিম্বাবুইয়ান ব্যাটসম্যানরা। টানা দুই হারে ফাইনাল খেলার আশা কমে এসেছে স্বাগতিকদের।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ