আজকের শিরোনাম :

ফাইনালে যেতে বাংলাদেশের প্রয়োজন ২১২ রান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩০ | আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৪

প্রথমবারের মতো অনুর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে ২১২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচে টস হেরে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করে। 

পচেফস্ট্রুমে টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে দারুণ সূচনা এনে দেন অফ স্পিনার শামিম হোসেন। ওপেনার রেস মারিউকে ১ রানে ফেরান তিনি।

এরপর ১৮ রানে আরেক ওপেনার ওলে হোয়াইটকে ফেরান রাকিবুল হাসান। দ্বিতীয় উইকেটে নামা ফারগুস লেলম্যানকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন শামিম। ২৫তম ওভারে জেসি টাসকফকে তুলে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলেন হাসান মুরাদ।

এরপর অন্য কেউ দাঁড়াতে না পারলেও উলার গ্রিনালের অপরাজিত ৭৫ রানে ভর করে শেষ পর্যন্ত ২১১ রান তুলতে সক্ষম হয় কিউইরা। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট তুলে নিয়েছেন শরিফুল ইসলাম। দুটি করে উইকেট ঝুলিতে পুরেছেন শামিম হাসান এবং হোসেন মুরাদ।

এবিএন/মমিন/জসিম
 

এই বিভাগের আরো সংবাদ