আজকের শিরোনাম :

উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে দল ঘোষণা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০১৮, ১৭:১৮ | আপডেট : ০৩ জুলাই ২০১৮, ১৭:২১

ঢাকা, ০৩ জুলাই, এবিনিউজ : উইন্ডিজ সফরের জন্য ঘোষিত ওয়ানডে দলে জায়গা হয়নি সৌম্য সরকারের। প্রায় এক বছর পর দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। চোটের কারণে টেস্ট সিরিজে দল থেকে ছিটকে পড়া মোস্তাফিজুর রহমানকেও রাখা হয়েছে ১৬ সদস্যের দলে।

দলে এসেছে আরও কয়েকটি পরিবর্তন। বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস, ইনজুরি আক্রান্ত নাসির হোসেন, পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন, বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম, পেসার আবুল হাসান রাজু ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।

প্রথমবার ওয়ানডে দলে ঢুকেছেন টপঅর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, বাঁহাতি স্পিনার নাজমুল ইমলাম অপু, আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহি।

আগামী ২২, ২৫ ও ২৮ জুলাই হবে সিরিজের তিনটি ওয়ানডে। টেস্ট সিরিজ শুরু হচ্ছে বুধবার থেকে। তার আগেই মঙ্গলবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করেছে বিসিবি।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ সিরিজের প্রথম দুই ওয়ানডের দলে ছিলেন না। পরে তৃতীয় ওয়ানডের দলে ঢোকেন এ বাঁহাতি ওপেনার। সেই সিরিজে তিন বছর পর জাতীয় দলে ফেরা এনামুল হক বিজয় টিকে গেছেন বর্তমান দলে।

বাংলাদেশের ওয়ানডে দল:

মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আবু জায়েদ রাহি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ