আজকের শিরোনাম :

৪৬৬ রানের বিশাল লক্ষ্য পেল দক্ষিণ আফ্রিকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ১১:২২

জোহানেসবার্গ টেস্টের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইংল্যান্ড। সিরিজ বাঁচানোর ম্যাচে বিশাল লক্ষ্য পেয়েছে দক্ষিণ আফ্রিকা। রবিবার তৃতীয় দিনের শেষ বলে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থেমেছে ২৪৮ রানে। অধিনায়ক জো রুট করেছেন ফিফটি। প্রথম ইনিংসে ইংলিশরা পেয়েছিল ২১৭ রানের লিড। চতুর্থ দিন ৪৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামবে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসের ৬ উইকেটে ৮৮ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুতেই ভারনন ফিল্যান্ডারের বিদায়ে প্রোটিয়াদের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ৯৩!

সেখান থেকে দলকে টেনেছেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান কুইন্টন ডি কক। অষ্টম উইকেট জুটিতে ডুয়ান প্রিটোরিয়াসের সঙ্গে যোগ করেন ৭৯ রান। তবে ১১ রানে শেষ ৩ উইকেট হারিয়ে লাঞ্চের আগে স্বাগতিকরা গুটিয়ে যায় ১৮৩ রানেই।

ডি কক ১১৬ বলে ১১ চারে করেন ৭৬ রান। প্রিটোরিয়াস ৭৩ বলে ৭ চারে ৩৭। ৪৬ রানে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডের সেরা বোলার মার্ক উড।

স্বাগতিকদের ফলোঅন না করিয়ে ২১৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নামে ইংল্যান্ড। ৫৬ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো সূচনা এনে দেন জ্যাক ক্রোলি ও ডম সিবলি। তবে থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি কেউই। ক্রোলি ২৪, সিবলি করেন ৪৪। মাঝে দুই অঙ্ক ছোঁয়ার আগে ফেরেন জো ডেনলি।

এর পর নিয়মিত বিরতিতেই উইকেট হারায় ইংল্যান্ড। বেন স্টোকস, অলিভার পোপ, জস বাটলার ভালো করতে পারেননি। সপ্তম উইকেটে স্যাম কুরানের সঙ্গে ৪৬ ও নবম উইকেটে উডের সঙ্গে ৩৪ রানের জুটিতে দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যান অধিনায়ক রুট।

শেষ ব্যাটসম্যান হিসেবে দিনের শেষ বলে আউট হওয়ার আগে ৯৬ বলে ৫ চার ও একটি ছক্কায় রুট করেন ৫৮ রান। কুরান ৩৫ ও উড করেন ১৮।

অভিষেকে ৬৪ রানে ৫ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার বিউরান হেনড্রিকস। দ্বিতীয় ইনিংসে ফিল্যান্ডারের সার্ভিস সেভাবে পায়নি প্রোটিয়ারা। ৮ বল করেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন বিদায়ী টেস্ট খেলতে নামা অলরাউন্ডার।

চার টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। শেষ টেস্ট ড্র হলেও সিরিজ জিতবে ইংলিশরা।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ